/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_3e4f34.jpg)
মুহূর্তেই বদলে ফেলতে পারেন চেহারা। এক ঝলকে দেখলে মনে হতেই পারে আপনার সামনে শাহরুখ খান অথবা প্রভাস দাঁড়িয়ে রয়েছেন। এমন প্রতিভার কারণে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন এক ব্যক্তি। মেক আপের মাধ্যমে বদলে দিতে পারেন সম্পূর্ণ চেহারা।
শাহরুখ খান থেকে প্রভাস হওয়া এখন বাঁ হাতের খেলা! ভিডিওতে দেখুন মেকআপের জাদু। পেশায় একজন শেফ তার অনন্য প্রতিভা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুঞ্জন তৈরি করছেন। এই ব্যক্তির যে কাউকে নকল করার দক্ষতা রয়েছে।
মুহূর্তেই বদলে ফেলতে পারেন চেহারা। এক ঝলকে দেখলে মনে হতেই পারে আপনার সামনে শাহরুখ খান অথবা প্রভাস দাঁড়িয়ে রয়েছেন। এমন প্রতিভার কারণে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে এসেছেন এক ব্যক্তি। মেক আপের মাধ্যমে বদলে দিতে পারেন সম্পূর্ণ চেহারা।
বিশ্বাস না হলে নিজেই দেখে নিন ইনস্টাগ্রামে তার পোস্ট করা ভিডিওতে তিনি কীভাবে তার চেহারার ভোলবদল করেন। তিনি চাইলে মুহূর্তের মধ্যে শাহরুখ খান হয়ে যেতে পারেন এবং তিনি চাইলে প্রভাস বা কমল হাসান হতে পারেন। তিনি ইনস্টাগ্রামে এমন অনেক ভিডিও পোস্ট করেছেন যাতে তিনি মেক-আপের মাধ্যমে নিজেকে সেলিব্রিটিতে বদলে ফেলেন তিনি।
এই ব্যক্তির নাম সৃজিত দামোদরন। যদিও তিনি পেশায় একজন শেফ, মেকআপের ক্ষেত্রে অসাধারণ প্রতিভা রয়েছে। আর এই প্রতিভা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেকআপের মাধ্যমে তিনি নিজেকে খান, প্রভাস, কমল হাসান, রাজকান্ত-এর মত সেলিব্রিটিতে বদলে ফেলতে পারেন। তার বিস্ময়কর প্রতিভা দেখে মানুষজন একেবারে অবাক। পাশাপাশি সকলেই তাঁর এই প্রতিভার প্রশংসা করেছেন। অনেকে তার দক্ষতাকে সবচেয়ে অনন্য বলে উল্লেখও করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us