scorecardresearch

আসল-নকল চেনা দায়! মেকআপ আর্টিস্টের তাক লাগানো চমক, ফুটে উঠল ‘পাঠান প্রেম’

মেকআপের মধ্য দিয়ে ‘পাঠান’-এ বলি বাদশা’র লুক ফুটিয়ে তুলে সকলকে চমকে দিয়েছেন দীক্ষিতা জিন্দাল।

makeup artist, canada, shah rukh khan, srk, jhoome jo pathaan, pathaan, viral video,

‘ইস্পাত-কঠিন’আত্মবিশ্বাস শাহরুখের! বক্স অফিসে রেকর্ড সাফল্য, এর মাঝেই চোয়াল শক্ত করে ঘুরে দাঁড়ানোর পাঠ ‘কিং খানে’র। বলিউডের ব্লকবাস্টার ছবি, আমিরের ‘দঙ্গল’কে টেক্কা দিল শাহরুখের ‘পাঠান’। ‘পাঠান’ ঝড় যেন থামতে চাইছে না! একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলেছে শাহরুখের ‘পাঠান’।

দেশব্যাপী শাহরুখের ম্যাজিক, ‘পাঠান’ অনেক মানুষের রুজি রোজগার ফিরিয়ে দিয়েছে। খুলেছে বহু সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল। শাহরুখ খানের পাঠান পেছনে ফেলল আমির খা্নের ‘দঙ্গল’কেও। এবার সর্বপ্রথম হিন্দি ছবি হিসেবে ‘পাঠান’ কামাল করে দিয়েছে। পার হয়েছে ৭০০ কোটি। ১০০০ কোটির মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষা। পাঠানের গানের রিলসে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক শাখরুখ ফ্যানের কীর্তি তুমুল ভাইরাল। মেকআপের মধ্য দিয়ে ‘পাঠান’-এ বলি বাদশা’র লুক ফুটিয়ে তুলে সকলকে চমকে দিয়েছেন দীক্ষিতা জিন্দাল। কানাডার এই মেকআপ আর্টিস্ট তার তাক লাগানো শিল্পকর্মে মন জয় করেছেন নেটিজেনদের।

আরও পড়ুন: [ ‘বাংলা মাধ্যমেও নিজেকে প্রমাণ করা যায়’, মার্কিন মুলুকে ডাক পেয়ে ‘বিরাট বার্তা’ বাংলার হবু বিজ্ঞানীর ]

‘ঝুমে জো পাঠান’ ব্যাক গ্রাউন্ডে বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় এই ভিডিও। এর পর দেখা যায় হাতে মেকআপ কিট নিয়ে নিজেকে সাজিয়ে তুলছেন তিনি। একেবারে কিং খানের ‘পাঠান লুকের’ আদলে নিজেকে মেলে ধরেছেন তিনি। ভিডিও দেখে রীতিমত তাক লাগতে বাধ্য।

ভাইরাল এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৬০ লক্ষ মানুষ দেখেছেন। সকলেই মেকআপ আর্টিস্টের তাক লাগানো প্রতিভা দেখে একেবারে চমকে উঠেছেন। অনেকেই কমেন্টে উল্লেখ করেছেন, ‘একেবারে হুবহু বলিউড বাদশা! আসল-নকল চেনা দায়’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Makeup artists incredible transformation to pathaans shah rukh khan will make your jaw drop watch