Advertisment

রাকেশ রোশনকে প্রথম মহাকাশচারী বলে উল্লেখ মমতার, চূড়ান্ত ট্রোল সোশ্যাল মিডিয়ায়

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, west bengal chief minister mamata banerjee, rakesh roshan mamata banerjee, mamata banerjee gaffe, mamata banerjee chandrayaan-3 mission

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিনেতা রাকেশ রোশনকে দেশের ‘প্রথম মহাকাশচারী’ বলে উল্লেখ করেন। আর তাতেই শুরু হয় চূড়ান্ত শোরগোল। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চন্দ্রযান-৩ ল্যান্ডার চাঁদে অবতরণের কিছুক্ষণ আগে কলকাতায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুল করে  মহাকাশচারী রাকেশ শর্মার পরিবর্তে বলিউড অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের নাম উল্লেখ করেন। এর পরেই শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে মেমের বন্যা।

Advertisment

বুধবার ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণের ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। এপ্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বিবৃতি নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চন্দ্রযান-৩ ল্যান্ডার চাঁদে পৌঁছানোর কিছুক্ষণ আগে কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ব্যানার্জি ভুল করে মহাকাশ্চারী রাকেশ শর্মার বদলে বলিউড অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের নাম উল্লেখ করেন। এরপরই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আলোচনার বিষয় হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে আমি ইসরোকে আমার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কৃতিত্ব বিজ্ঞানীদের দেওয়া উচিত, ক্রেডিট দেশের পাওয়া উচিত। রাকেশ রোশন যখন চাঁদে অবতরণ করেছিলেন, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওখান থেকে ভারত কেমন দেখায় তাকে জিজ্ঞেস করেন।” ভারতীয় বায়ুসেনার পাইলট রাকেশ শর্মা ১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নের Soyuz T-11 মিশনের অংশ হিসেবে মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়েন। মুখ্যমন্ত্রীর ভুল বক্তব্য নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান মেম ভাইরাল হয়েছে।  

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেতা নন যিনি চন্দ্রযান-৩ নিয়ে অদ্ভুত বক্তব্য রেখেছেন। রাজস্থানের এক মন্ত্রী চন্দ্রযান-৩ মিশনের "যাত্রীদের" অভিনন্দন জানিয়েছেন। রাজস্থানের ক্রীড়া মন্ত্রী অশোক চন্দনা বলেছেন, "যদি আমরা সফল হই এবং নিরাপদ অবতরণ করি, আমি যাত্রীদের অভিবাদন জানাতে চাই। আমাদের দেশ বিজ্ঞান ও  মহাকাশ গবেষণায় এক ধাপ এগিয়েছে, আমি এর জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই। "

উল্লেখ্য রোভার প্রজ্ঞান আগামী ১৪ দিন চন্দ্রপৃষ্ঠে পরীক্ষা চালাবে এবং ইসরোর বিজ্ঞানীদের কাছে ছবি এবং ডেটা পাঠাবে।

Mamata Banerjee Chandrayaan 3
Advertisment