আগুনের লেলিহান শিখা থেকে ২৫ কুকুরছানাকে বাঁচিয়ে দৃষ্টান্ত যুবকের, দেখুন ভিডিও

মানবিকতাকে কুর্নিশ নেটপাড়ার।

মানবিকতাকে কুর্নিশ নেটপাড়ার।

author-image
IE Bangla Web Desk
New Update
Man,dog,viral,video,Instagram

দাউদাউ করে জ্বলছে বহুতল। ছাদে আটকে কুকুরছানা, বাঁচাতে প্রাণপাত যুবকের। হাড়হিম করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও ভাইরাল হতেই ব্যক্তির উদারতার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। কুকুরছানাকে উদ্ধারের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। ভিডিওটি দেখে মানুষজন একেবারে অবাক।

Advertisment

চরম সঙ্কটের মুহুর্তে অদম্য মানবিকতার নিদর্শন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গুড নিউজ মুভমেন্টের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা এই ক্লিপটি দেখে ওই ব্যক্তির উদারতার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার মানুষজন। ভিডিওটিতে দেখানো হয়েছে যে কীভাবে ওই ব্যক্তি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কুকুরকে বাঁচাতে জ্বলন্ত বহুতলের ছাঁদে উঠেছেন। পোস্টের ক্যাপশন অনুসারেজানা গিয়েছে ৯ জুন পেরুর এক বহুতলে ভয়াবহ আগুনের গ্রাসে পড়ে ২৫টি কুকুরছানা।

Advertisment

আগুনের লেলিহান শিখা বহুতলকে গ্রাস করার আগে, ওই ব্যক্তি কুকুরছানাগুলিকে নিরাপদে নামিয়ে আনেন, যেখানে দমকলকর্মীরা নীচে জাল নিয়ে অপেক্ষা করছেন । মোট ২৫টি কুকুরছানাকে উদ্ধার করা হয়েছে। দু'দিন আগে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্ট করার পর থেকে, এটি প্রায় ২৯ লক্ষ মানুষ দেখেছেন। পোস্টটি লাইক করেছেন কয়েক হাজার ইউজার।

ভিডিওতে কমেন্ট জানিয়ে এক ইউজার লিখেছেন, মানবিকতাকে কুর্নিশ! অন্য এক ইউজার লিখেছেন, কিছু মানুষের উদারতা এবং নিঃস্বার্থতা আশ্চর্যজনক! কিছু মানুষ শুধু অবিশ্বাস্য!! অভিনন্দন"।

viral