পার্কিংকে কেন্দ্র করে বচসা। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এক যুবক। মারধর করা হল এক বৃদ্ধকে ভেঙে চুরমার করে দেওয়া হল ফুলের টব। এই ভিডিও ভাইরাল হতেই যুবকের এই কান্ডকে ছিঃ ছিঃ করছেন সকলেই।
সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত হাজারো ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও এমনই যা আমাদের অবাক করে। পার্কিং নিয়ে বচসার জেরে এক বৃদ্ধকে মারধর করতে দেখা যায় এক যুবককে। কিল-চড়-ঘুসি লাথি বাদ গেল না কিছুই। সেখানে উপস্থিত সকলেই এই দৃশ্য ফ্রেম বন্দী করেন। পরে তা ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, বচসার জেরে যুবক প্রথমে পার্কিং লটে থাকা একের পর এক ফুলের টব আছাড় মেরে ভেঙে ফেলছেন। এরপরই পিছনে থাকা বৃদ্ধের দিকে তেড়ে গিয়ে তাঁকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি-লাথি মারতে থাকেন।
এদিকে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটপাড়ার মানুষজন। সকলেই ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।