New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/cats_1cce67.jpg)
UBER অটো রাইড নিয়ে চরম বিপাকে এক গ্রাহক। ৬২ টাকার পরিবর্তে বিল পাঠানো হল ৭ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা।
UBER অটো রাইড নিয়ে চরম বিপাকে এক গ্রাহক। ৬২ টাকার পরিবর্তে বিল পাঠানো হল ৭ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা।
UBER অটো রাইড নিয়ে চরম বিপাকে এক গ্রাহক। ৬২ টাকার পরিবর্তে বিল পাঠানো হল ৭ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা।
UBER অটো রাইড নিয়ে চরম বিপাকে এক গ্রাহক। ৬২ টাকার পরিবর্তে বিল পাঠানো হল ৭ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা। বিলের পরিমাণ দেখে রীতিমত আঁতকে উঠলেন ওই গ্রাহক। সোশ্যাল মিডিয়ায় তিনি তুলে ধরেন গোটা বিষয়টি।
গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা সকলেই কমবেশি UBER-বাইক, ক্যাব অথবা অটো সার্ভিস নিয়ে থাকি। কিন্তু UBER অটো রাইড নিয়ে এত বড় বিপাকে পড়তে হবে তা হয়ত কখনই ভাবেন নি দীপক তেঙ্গুরিয়া। রাইড বুকিংয়ের সময় তাকে চার্জ বাবদ দেখানো হয় ৬২ টাকা। রাইড শেষে তার কাছে বিল আসে ৭ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা।
सुबह-सुबह @Uber_India ने @TenguriyaDeepak को इतना अमीर बना दिया कि Uber की फ्रैंचाइजी लेने की सोच रहा है अगला. मस्त बात है कि अभी ट्रिप कैंसल भी नहीं हुई है. 62 रुपये में ऑटो बुक करके तुरंत बनें करोडपति कर्ज़दार. pic.twitter.com/UgbHVcg60t
— Ashish Mishra (@ktakshish) March 29, 2024
গ্রাহক বিলের সঙ্গে নিজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পোস্টে, গ্রাহক ভ্রমণের সমস্ত বিবরণ তুলে ধরেছেন। চ্যাট বট-এ সংস্থার তরফে লেখা হয়েছে গ্রাহকের এই অসুবিধার জন্য দুঃখিত। কোম্পানি গ্রাহককে আশ্বস্ত করেছে যে বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই আপডেট প্রদান করা হবে।