সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হয় যেগুলি দেখে না হেসে থাকা প্রায় অসম্ভব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে একটি বাঁদরকে জামা-প্যান্ট পরে লাটসাহেবের মত সোফায় বসে থাকতে দেখা গিয়েছে। পাশেই বসে এক যুবক। কোন কারণে মনটা বড্ড খারাপ তার। বাঁদরটিকে যুবকের পিঠ চাপরে তার কোলে মাথা রেখে শোয়ার মত দারুণ অফার দিল।
এর পর যা ঘটল তা দেখে রীতিমত হেসে খুন নেটিজেনরা। দেখা গিয়েছে বাঁদরের কোলে মাথা রেখে গা এলিয়ে দিয়েছে যুবকটি। আর তার কষ্টের কথা বুঝে যুবকের পিঠ চাপরে দিচ্ছে সেই বাঁদর। এমনই এক মহার ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: [ চপারে ঝুলে ওয়ার্ক আউটে বিশ্বরেকর্ড, ফিটনেসে মজে নেটপাড়া ]
এখনও পর্যন্ত প্রায় ৪৫ হাজারের কাছাকাছি মানুষ দেখেছেন বাঁদরের এমন মজার কাণ্ড। অনেকেই বাঁদরের এমন কাণ্ড কারখানা দারুণ ভাবে উপভোগ করেছেন। অজস্র মন্তব্যে ভরে গিয়েছে ভিডিওটি। কেউ কেউ বাঁদরকে লাটসাহেব বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ মনবত করেছেন জামা-প্যান্টে দারুণ মানিয়েছে বাঁদরটিকে।