Advertisment

Typing World Record: নাক দিয়ে ঝড়ের বেগে টাইপিং, তাজ্জব প্রতিভায় বিশ্বসেরা এই ভারতীয়

বিশ্ব রেকর্ড করা সহজ বিষয় নয়। কিছু মানুষ তাঁদের অনন্য দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। অনেক সময় সেই দক্ষতাকে চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। বিশ্বে এমন অদ্ভুত কীর্তি করে রেকর্ড গড়েছেন এমন ব্যক্তিদের তালিকায় যুক্ত হয়েছেন এক ভারতীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
typing world record, man type with nose, man make world record by typing with nose,

নাক দিয়ে ঝড়ের বেগে টাইপিং, তাজ্জব প্রতিভার বিশ্বসেরা এই ভারতীয়

world record: বিশ্ব রেকর্ড করা সহজ বিষয় নয়। কিছু মানুষ তাঁদের অনন্য দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। অনেক সময় সেই দক্ষতাকে চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। বিশ্বে এমন অদ্ভুত কীর্তি করে রেকর্ড গড়েছেন এমন ব্যক্তিদের তালিকায় যুক্ত হয়েছেন এক ভারতীয়। কীবোর্ড এবং নাক ব্যবহার করে 25.66 সেকেন্ডে ঝড়ের বেগে A-Z পর্যন্ত টাইপ করে ফেলেছেন। যার ফলে নিজের গড়া 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' ভেঙেছেন এই ব্যক্তি।

Advertisment

৪৪ বছর বয়সী বিনোদ কুমার চৌধুরী ২০২৩ সালে তার নাক দিয়ে A-Z টাইপ করার জন্য 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' তৈরি করেছিলেন। যখন তিনি তার নাক দিয়ে বর্ণমালা টাইপ করতে 27.8 সেকেন্ড সময় নেন। সেই বছর পরে তিনি 26.73 সেকেন্ড সময় নিয়ে তার রেকর্ডটি আবার ভেঙে দেন।

এবার তৃতীয়বারের মতো রেকর্ড ভাঙলেন বিনোদ কুমার চৌধুরী। 25.66 সেকেন্ডে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে, তিনি দ্রুততম সময়ে (এক হাতে) Z-A পিছনের দিকে টাইপ করার রেকর্ডও করেছেন, যাতে তিনি 5.36 সেকেন্ড সময় নিয়েছিলেন।

এই বিশ্ব রেকর্ডের ভিডিওটি 'X' (আগে 'Twitter') এ 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস' শেয়ার করেছে। এর ক্যাপশনে লেখা, “আপনি কত দ্রুত আপনার নাক দিয়ে অক্ষর টাইপ করতে পারেন (স্পেস দিয়ে)? ভারতের বিনোদ কুমার চৌধুরী 26.73 সেকেন্ডে এটি করেছিলেন। ২৯ সেকেন্ডের এই ভিডিওতে বিনোদকে নাক দিয়ে টাইপ করতে দেখা যায়।

আরও পড়ুন - < Emotional Video: মানবিকতার অনন্য নিদর্শন, তপ্ত দুপুরে বৃদ্ধ রিকশা চালককে বড় চমক, মহিলার কাণ্ডে গর্ব হবে >

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় 32 হাজারেরও বেশি ভিউ পেয়েছে এবং মন্তব্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর হ্যান্ডেল থেকে লিখেছেন, "শুধু আপনার নাক ব্যবহার করে আপনার উত্তর লিখুন।"

viral Viral Video Trending News
Advertisment