ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে ভিন্ন ধর্মের ডেলিভারি ম্যানের 'ছোঁয়া লাগা' খাবার খাবেন না, এই অজুহাতে অর্ডার বাতিল করলেন এক ব্যক্তি। কিন্তু এই আচরণের প্রতিবাদে জোমাটোর দৃঢ় অবস্থান মন জয় করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার।
সম্প্রতি জোমাটো অ্যাপ ব্যবহারকারী এক ব্যক্তি ওই সংস্থার কাছে অভিযোগ করেন যে তাঁর খাবারের ডেলিভারি দিতে "এক অ-হিন্দু রাইডারকে" দায়িত্ব দিয়েছে জোমাটো। এরপর তিনি টুইটারে পোস্ট করেন, সংস্থা জানিয়েছে যে "তারা রাইডার বদলাবে না এবং অর্ডার বাতিল হলে টাকা ফেরত দেবে না"। ক্যান্সেলেশন চার্জ দিতে হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ ওই ব্যক্তি আইনি পদক্ষেপের হুমকিও দেন।
"@ZomatoIN আমাদের বাধ্য করছে এমন কিছু লোকের থেকে ডেলিভারি নিতে যাদের আমরা চাই না, অথচ তা না করলে ওরা রিফান্ডও দেবে না, সহযোগিতাও করবে না। আমি এই অ্যাপ ডিলিট করে দিচ্ছি এবং আমার উকিলদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করব," টুইটে লেখেন ওই ব্যক্তি।
Just cancelled an order on @ZomatoIN they allocated a non hindu rider for my food they said they can't change rider and can't refund on cancellation I said you can't force me to take a delivery I don't want don't refund just cancel
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
এতেই শেষ নয়, তিনি সংস্থার হেল্প ডেস্কের সঙ্গে তাঁর চ্যাট মারফত কথোপকথনও প্রকাশ্যে আনেন, যেখানে সংস্থার তরফে তাঁর রাইডারকে নিয়ে সমস্যার কথা জানতে চাওয়া হয়। তাঁর উত্তর, "আমাদের শ্রাবণ চলছে, আমি কোনও মুসলমানের কাছ থেকে ডেলিভারি নিতে চাই না।"
জবাবে সংস্থা জানায়, যেহেতু ওই রাইডার ইতিমধ্যেই অর্ডার তুলে নিয়েছেন, সেহেতু এখন ক্যান্সেল করতে গেলে ২৩৭ টাকা দিতে হবে ওই ব্যক্তিকে। তাঁর পাল্টা অভিযোগ, তাঁর অর্ডার সংক্রান্ত কোনোরকম তথ্যই তিনি আর অ্যাপে দেখতে পাচ্ছেন না, কারণ তাঁকে ব্লক করে দিয়েছে সংস্থা।
This is my objection pic.twitter.com/U4DjaHONoo
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
Now the history of my latest order has been blocked I asked them to cancel they did it why aren't they showing details on the site they can show that I ordered cancellation without refund they did so pic.twitter.com/0DptbJ81lS
— पं अमित शुक्ल (@NaMo_SARKAAR) July 30, 2019
তাঁর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি আকর্ষণ করতে শুরু করলে এবার টুইটার ময়দানে নামে সংস্থাও, বলে, "খাবারের কোনও ধর্ম হয় না। খাবার তো নিজেই একটা ধর্ম।"
Food doesn’t have a religion. It is a religion. https://t.co/H8P5FlAw6y
— Zomato India (@ZomatoIN) July 31, 2019
এর পরেই টুইট করেন সংস্থার সিইও দীপিন্দর গোয়েল, যাতে তিনি সংস্থার সিদ্ধান্তকে সমর্থন জানান।
দীপিন্দর লেখেন, "ভারতের ভাবনা আমাদের গর্ব - যেমন আমাদের সম্মানীয় গ্রাহক এবং অংশীদাররা আমাদের গর্ব। আমাদের মূল্যবোধের রাস্তা আটকে দাঁড়ায় যে নীতি, তাকে বর্জন করার ফলে ব্যবসার ক্ষতি হলেও আমাদের কোনও আফসোস নেই।"
We are proud of the idea of India - and the diversity of our esteemed customers and partners. We aren’t sorry to lose any business that comes in the way of our values. ???????? https://t.co/cgSIW2ow9B
— Deepinder Goyal (@deepigoyal) July 31, 2019
সংস্থা এবং তার সিইও-র এই অবস্থানকে সাদরে গ্রহণ করেছেন অসংখ্য নেটিজেন, যাঁদের রোষের মুখে পড়েছেন ওই ব্যক্তি। অনেকেই একথাও লিখেছেন যে ভিন্নধর্মী কারোর কাছ থেকে খাবার ডেলিভারি না নেওয়ার তথাকথিত প্রথার হিন্দুধর্মে আদৌ কোনও ভিত্তি নেই।
So very proud of Team @ZomatoIN for calling out this strange person. Bravo! #IdeaOfIndia ???????????????? pic.twitter.com/1UdHFJ3Bbo
— Rohit Bansal ???????? (@theRohitBansal) July 31, 2019
Kudos 2 u Mr. Goyal ! @deepigoyal THANK YOU for standing up for the real idea of #India & true Indian values! You are a true citizen & patriot. ???????? More power to u!! @ZomatoIN @Zomato ♥️ I hope larger corporations who in the past haven’t had the courage 2 stand up to trolls learn! https://t.co/TEdME0y0d3
— Swara Bhasker (@ReallySwara) July 31, 2019
Thanks @ZomatoIN for taking a stand! Please don't compromise over such hatemongers! Can't let religion divide us! https://t.co/0xSFiYTSW4
— anubhuti gaur (@gaur_anubhuti) July 31, 2019
Utter shit! Ppl like them are the blot on this nation. When you see such ppl' post, your day is screwed. @ZomatoIN I've enjoyed your service but never ever could imagined that shitty logic! God save this country from these hooligans. As they say, jingoism is the new patriotism???? https://t.co/Cbor6G7Hms
— Ashutosh Yadav ???????? (@Ashutoshkry_29) July 31, 2019
Well said! Rare to find corporate voices publicly rejecting the growing hate and bigotry. ????????
— SamSays (@samjawed65) July 31, 2019
প্রসঙ্গত, এর আগেও ধর্মীয় বিতর্কে জড়িয়েছে অ্যাপ-ভিত্তিক পরিষেবা প্রদানকারী। গত বছর মুসলমান ড্রাইভার থাকার কারণে তাঁর ভাড়া করা অ্যাপ ক্যাব বাতিল করেন বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী। সেই ঘটনার পরেও ব্যাপক নিন্দা এবং ধিক্কারের মুখে পড়েন তিনি।