scorecardresearch

ব্যাগ থেকেই উঁকি, চুটিয়ে ট্রেনযাত্রা উপভোগ কুকুরছানার, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত ক্লিপে, এক যুবককে তার ব্যাগেই একটি ল্যাব্রাডরের কুকুরছানা নিয়ে যেতে দেখা যায়।

Man Carrying Puppy In His Backpack, Man Carrying Puppy During Train Journey, Man Carrying Puppy In bag During Train Journey, Heartwarming Video, viral video, Man Carrying Puppy in bag, Puppy, Puppy video, Puppy cute video, Puppy viral video, Puppy in train, Puppy in bag, animal video, dog video, humanity, kindness, happiness, animal love, dog lover, cute video, dog ka video, doggy video, trending video,

ব্যাগ থেকে উঁকি কুকুরছানার, তা নিয়েই দিব্যি ট্রেনে সওয়ার এক যুবক। আর এই ছবি মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া মানেই চমক, নানান ধরণের সামগ্রী ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। লোকাল ট্রেনে কুকুরছানাকে তার ব্যাগে নিয়ে যাওয়ার একটি ভিডিওঅনলাইনে ভাইরাল হয়েছে। এটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়।

ভাইরাল এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে পেট টাউন নামের একটি পেজ। সংক্ষিপ্ত ক্লিপে, এক যুবককে তার ব্যাগেই একটি ল্যাব্রাডরের কুকুরছানা নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, দুজনেই লোকাল ট্রেনে যাত্রা করাকালীন সময়ে ঘুমাচ্ছে। হঠাৎ করেই কুকুরছানাটি জেগে উঠে চারপাশে তাকাল। যা দেখেই আবেগে ভেসে যায় নেটিজেনরা।

ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর থেকে ২০.৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। ইনস্টাগ্রাম ইউজাররা কেবল ভিডিও’টির প্রেমে পড়েছিলেন তা নয়, কমেন্ট সেকশনে নেটিজেনরা তাদের চিন্তাভাবনা ভাগ করে নেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভ্রমণের সেরা দৃশ্য।” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “সেরা মুহূর্ত।”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man carrying puppy in his backpack during train