ভিডিও'র টানে আইফেল টাওয়ারের মাথায় যুবক, হাড়হিম ভিডিও ভাইরাল

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে তিনি অনুমতি ছাড়াই আইফেল টাওয়ারে উঠেছিলেন এবং ভিডিও তৈরি করছিলেন।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে তিনি অনুমতি ছাড়াই আইফেল টাওয়ারে উঠেছিলেন এবং ভিডিও তৈরি করছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
eiffel tower, shocking video, trending news, trending videos, viral videos

মাত্র ২৬ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজার বার দেখা হয়েছে

সোশ্যাল মিডিয়ার যুগে জনপ্রিয়তার লক্ষ্যে তরুণ প্রজন্ম জীবনের ঝুঁকি নিতে একবারও ভাবেন না। রিল বানিয়ে লাইক আর কমেন্ট পাওয়ার আশায় বুঁদ মানুষজন। সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার দৌড়ে মানুষ এমন সব কাজ করেন যা দেখলে অবাক হতেই হয়। এবার আইফেল টাওয়ারে উঠে রিল বানালেন এক যুবক। আর মুহূর্তেই সেই ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়। অনুমতি এবং নিরাপত্তা ছাড়াই আইফেল টাওয়ারের মাথায় এক যুবক। ভিডিওতে দেখা যাচ্ছে রিল বানাতে তিনি হেঁটে চলেছেন আইফেল টাওয়ারের ওপরে। সেখান থেকে ভিডিও করছেন তিনি।

Advertisment

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ। নিমেষেই বিখ্যাত হতে চায় মানুষজন। এমন অনেক মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়ার কারণে বিখ্যাত হয়েছেন। প্রচুর অর্থ উপার্জনও করেছেন। এমন পরিস্থিতিতে মানুষ বিখ্যাত হওয়াটা একটা উন্মাদনায় পরিণত হয়েছে। রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য মানুষ যে কোন কিছু করে থাকে। এমনকি মারাত্মক ঝুঁকি নিতেও তারা পিছপা হয় না। আজকাল এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা মানুষকে অবাক করেছে।

ভাইরাল এই ভিডিওতে একজন ব্যক্তিকে প্যারিসের আইফেল টাওয়ারে আরোহণ করে ভিডিও তৈরি করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। বিন্দুমাত্র ভয় ও নিরাপত্তা ছাড়াই তাকে টাওয়ারের ধারে হাঁটতে দেখা যায়। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে যুবক আইফেল টাওয়ারের উচ্চতায় উঠেছেন এবং উপরে থেকে নীচের দিকে তাকাচ্ছেন এবং ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন যে তিনি কতটা উঁচুতে উঠেছেন। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে তিনি অনুমতি ছাড়াই আইফেল টাওয়ারে উঠেছিলেন এবং ভিডিও তৈরি করছিলেন। আইফেল টাওয়ারের উচ্চতা এক হাজার ফুটের বেশি এবং কোনও নিরাপত্তা ছাড়াই এত উচ্চতায় আরোহণ করা বিপজ্জনক।

Advertisment

ভিডিওটি @XvideoViral সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র ২৬ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজার বার দেখা হয়েছে এবং ভিডিওটি দেখার পর মানুষ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন যে 'সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার বাড়ানোর এটি ভুল উপায়। অপর এক ইউজার লিখেছেন, 'এই দৃশ্য দেখে আমার পা কাঁপতে শুরু করেছে'।

viral