New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_d57397.jpg)
টেবিল ফ্যানকে 'দেশী এসি'-তে রূপান্তর
এমনই কীর্তি গড়ে চমকে দিয়েছেন এক ব্যক্তি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের বেগে।
টেবিল ফ্যানকে 'দেশী এসি'-তে রূপান্তর
Viral Video: প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে এসি একমাত্র ভরসা সাধারণ মানুষের। কিন্তু সকলের পক্ষে এসির মতো ব্যয়বহুল সামগ্রী কেনা স্মভব নয়। কিন্তু তা বলে গরমে কষ্ট পাবেন? একদমই না। গরম থেকে মুক্তি পেতে এসির স্বাদ এবার টেবিল ফ্যানেই। এমনই কীর্তি গড়ে চমকে দিয়েছেন এক ব্যক্তি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের বেগে।
এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে এক ব্যক্তি টেবিল ফ্যানকে 'দেশী এসি'-তে রূপান্তর করেছেন। এই ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল @electricianamitsaini-এ শেয়ার করা হয়েছে। ভিডিওতে আপনি দেখতে পাবেন যে দুটি প্লাস্টিকের কৌটোতে কুলিং প্যাড ঢোকানো হয়েছে এবং এটি মোটরের সঙ্গে তা সংযুক্ত করা হয়েছে। যে কৌটোতে কুলিং প্যাড রাখা হয়েছে, তার বেশ কিছু জায়গায় গর্ত করা হয়েছে।
আরও পড়ুন : < Viral Video: মেয়ে বলে থেমে থাকেনি! প্রবল গরমে ভ্যান চালককে সাহায্যে প্রাণপাত, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায় >
ফলে কুলিং প্যাডটিও ঠান্ডা থাকবে এবং এর কারণে ফ্যানটিও শীতল বাতাস সরবরাহ করবে। এই ভিডিওটি দেখলে আপনিও অবাক হতে বাধ্য। 7 লাখ 99 হাজার মানুষ এই ভিডিওটি লাইকও করেছেন। শুধু তাই নয়, এই ভিডিওটি 60 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।