Advertisment

Trending Video: অফুরন্ত ইচ্ছাশক্তির এক চমৎকার নির্দশন! ভিডিও দেখে ছেলেটিকে কুর্নিশ জানাতে বাধ্য হবেন

Trending Video: জীবনসংগ্রামের এই কাহিনী অনুপ্রাণিত করবে আপনাকেও। একটা 'হাত না থাকা সত্ত্বেও জীবন যুদ্ধে হার মানেনি ছেলেটি। অদম্য জেদ আর অফুরন্ত ইচ্ছাশক্তির এক চমৎকার নির্দশন এই ভাইরাল ভিডিওটি যা আপনার চোখ খুলে দিতে বাধ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
man delivering food on bicycle with amputated hand

অফুরন্ত ইচ্ছাশক্তির এক চমৎকার নির্দশন!

Trending Video:  জীবনসংগ্রামের এই কাহিনী অনুপ্রাণিত করবে আপনাকেও। একটা 'হাত না থাকা সত্ত্বেও জীবন যুদ্ধে হার মানেনি ছেলেটি। অদম্য জেদ আর অফুরন্ত ইচ্ছাশক্তির এক চমৎকার নির্দশন এই ভাইরাল ভিডিওটি যা আপনার চোখ খুলে দিতে বাধ্য। কিছু মানুষ আছেন যারা সামান্য কারণে জীবনে হার স্বীকার করে নেন, অল্পতেই হাল ছেড়ে দেন। তাদের কাছে এক বিশেষ বার্তা দিয়েছে এই ভিডিওটি। যা এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। কিছু মানুষ সুস্থ শরীরেও রাস্তায় বসে ভিক্ষা করেন। আর ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছেলেটির হাত না থাকা সত্ত্বেও সে থেমে থাকেনি। সংসারের হাল ধরতে খাবার ডেলিভারি করছে।

Advertisment

বছরে ৩০ লাখ! মোমো বিক্রেতার আয়ে চোখ কপালে নেটপাড়ার, দেখুন শোরগোল ফেলা ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কীভাবে এই যুবক সাইকেল করে খাবার ডেলিভারি করতে যাচ্ছেন। এক হাতে সাইকেল চালিয়ে তিনি খাবার ডেলিভারি করছেন। পরিবারের লোকেদের দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে হাড়ভাঙা পরিশ্রম করে চলেছে যুবকটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা লাখো মানুষকে অবাক করে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে রয়েছে ছেলেটি। যদিও তা একেবারেই   নিরাপদ নয়, তবুও এই ব্যক্তির কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা মানুষকে মুগ্ধ করেছে। 

 

বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে সাক্ষাৎ যমদূত! ভয়ে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়, দেখুন ভিডিও

ভিডিওটি @selfish_meee নামের একটি X অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ২ লাখেরও বেশি বার দেখা হয়েছে। অনেকে ভিডিওটি পছন্দও করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন...বাধ্যতা সবকিছুই শেখায়। তাই আরেকজন ব্যবহারকারী লিখেছেন... ইনি একজন প্রকৃত যোদ্ধা।

viral
Advertisment