New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_8dc41e.jpg)
অবলা পশুর উপর মানুষের নির্দয় অত্যাচারের ভিডিও সম্প্রতি সামনে এসেছে
বাইক আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
অবলা পশুর উপর মানুষের নির্দয় অত্যাচারের ভিডিও সম্প্রতি সামনে এসেছে
ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বর্বরতার ছবি। বাইকের পিছনে একটি পথ কুকুরকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে এক বাইক আরোহীকে। আর এই ভিডিও ভাইরাল হতেই ধুন্ধুমার। বাইক আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
অবলা পশুর উপর মানুষের নির্দয় অত্যাচারের ভিডিও সম্প্রতি সামনে এসেছে । যা দেখে নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি কুকুরের গলায় দড়ি দিয়ে বাইকের সঙ্গে বেঁধে কুকুরটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এক যুবক। এমন অবস্থায় সারমেয়টিকে খুব অসহায় দেখাচ্ছে।
कुत्ते को घसीटते ले जा रहे इस शख्स को देखिए.मामला यूपी ग़ाज़ीपुर का है. pic.twitter.com/6SULwFTxg1
— Priya singh (@priyarajputlive) January 11, 2024