পরনে ময়লা পোশাক, পিঠে বস্তা ভর্তি কয়েন, iPhone 15 কিনতে দোকানে সটান হাজির ভিক্ষুক

শেয়ার করার পর থেকে, ভিডিওটি ৩৪ লক্ষের বেশি মানুষ দেখেছেন।

শেয়ার করার পর থেকে, ভিডিওটি ৩৪ লক্ষের বেশি মানুষ দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Man Dressed As Beggar Buys iPhone 15, Beggar Buys iPhone 15, Social experiment, YouTube experiment, iPhone 15, iPhone 15 pro, iPhone 15 pro max, apple iPhones, Viral Video, viral, trending, trending news, trending video, viral news, iPhone 15 launch date, iPhone 15 date delhi, begger, begger buys phone, begger buys phone with coins, Beggar Buys iPhone 15 video, Beggar Buys iPhone 15 viral video, Beggar Buys iPhone 15 with coins, news

পরনে ময়লা পোশাক, পিঠে বস্তা ভর্তি কয়েন, iPhone 15 কিনতে দোকানে সটান হাজির ভিক্ষুক

‘iPhone 15 চাই...' পরনে ময়লা জামাকাপড়, পিঠে বস্তা ভর্তি কয়েন, ভিক্ষুককে দেখে ভিরমি খাওয়ার জোগার দোকানদারের। আর এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ভাইরাল হয়েছে।

Advertisment

ভাইরাল ভিডিওটি যোধপুরের একটি মোবাইল শোরুমের। যুবকের পরনে থাকা ময়লা পোশাক দেখে কিছু মোবাইলের দোকান তাকে ভিতর প্রবেশ করতে দেয়নি।  অনেকে আবার বস্তা ভর্তি কয়েন নিতেও অস্বীকার করে। যাইহোক, অবশেষে, একটি দোকান তাকে দোকানে প্রবেশ করার অনিমতি দেয় এবং কয়েনের মাধ্যমে আইফোন 15 তার কাছে বিক্রিও করেন। ভিক্ষুক আইফোন প্রো ম্যাক্স নিয়ে ক্যামেরায় পোজও দেন। দোকান মালিকের সঙ্গে ছবিও তোলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতে দামি আইফোনকে ‘স্ট্যাটাস সিম্বল’ হিসেবে দেখা হয় এবং সাধারণ আইফোনের বিভিন্ন সিরিজ সবসময়ই ব্যবহারকারীদের আকৃষ্ট করেছে। সম্প্রতি 'এক্সপেরিমেন্ট কিং' নামের একটি ইনস্টাগ্রাম চ্যানেলের ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একজন ভিক্ষুকের পোশাক পরা একজন আইফোন-15 কিনতে আসেন তাঁর কাঁধে রয়েছে বস্তা ভর্তি কয়েন। ভিডিওতে ভিক্ষুককে মেঝেতে বস্তা খালি করতে দেখা যায়, দোকানদার এবং দোকানের কর্মীদের ভিডিওতে কয়েন গুনতে দেখা যায়। এর পরে ভিক্ষুক আইফোন প্রো ম্যাক্স নেন দোকান মালিকের সঙ্গে ছবিও তোলেন তিনি।

শেয়ার করার পর থেকে, ভিডিওটি ৩৪ লক্ষের বেশি মানুষ দেখেছেন। অজস্র লাইক এবং মন্তব্য পেয়েছে ভিডিওটি। অনেক ব্যবহারকারীই এই ভিডিওটি পছন্দ করেছেন, যার মধ্যে কেউ কেউ মোবাইল স্টোরের কর্মীদের প্রশংসা করেছেন। অন্য একজন বলেছেন, "দোকানদারদের তাদের গ্রাহকদের সম্মান করতে শেখা উচিত”। যদিও ভিডিওটি সোশ্যাল এক্সপ্রিরিমেন্টের উদ্দেশ্যেই করা হয়েছে বলেই জানা গিয়েছে।

Advertisment
viral