New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-195.jpg)
কালারফুল স্কার্ট-স্লিভলেস জ্যাকেট গায়ে ‘Mere Dholna’ গানে অসাধারন নাচ নৃত্যশিল্পীর, ভাইরাল হল ভিডিও। পরণে রঙিন কুর্তা-স্কার্ট, অসাধারণ নাচে আসর মাতালেন কোরিওগ্রাফার জয়নীল মেহতা। ইতিমধ্যেই তার নাচের একাধিক ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি। সেগুলির বেশিরভাগই ভাইরাল।
Advertisment
সম্প্রতি তিনি এক সেরা পারফরমেন্সে সকলকে অবাক করেছেন। তার সর্বশেষ নাচের ভিডিও, যেটি ২২ মে শেয়ার করা হয়, ক্লিপটিতে, তাকে ‘ভুল ভুলাইয়া 2’ ছবির'মেরে ঢোলনা' গানটিতে লিপ সিঙ্কের পাশাপাশি অসাধারন নাচ উপস্থাপন করতে দেখা যায়।
Advertisment
তার নাচ মুগ্ধ করেছে নেটিজেনদের। দুর্দান্ত পারফরম্যান্স এবং পোশাক চয়েস আপনাকে অবাক করবেই। স্কার্ট এবং ম্যাচিং স্লিভলেস জ্যাকেটেই ‘ভুল ভুলাইয়া 2’ ছবির'মেরে ঢোলনা' গানটিতে তার নাচ নজর কেড়েছে সকলের।