/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/10-06-47-99sjk55_snake-in-water-man-feeding-fish_625x300_06_August_20_copy_759x422.jpg)
মাছেদের খাওয়াতে ব্যস্ত ছিলেন। সেই সময়েই জল থেকে ভেসে উঠল আস্ত এক সাপ। জোর বাঁচলেন সেই যুবক। এমনই এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে আবার আঁতকে উঠছেন নেট পাড়ার বাসিন্দারা।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন রীতিমত আনন্দের সঙ্গে মাছকে খাবার দিচ্ছেন। কাদা পুকুরে এক হাত ডুবিয়ে মাছেদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। অন্য হাতে ফোনের ক্যামেরায় বন্দি করছেন সেই দৃশ্য। তারপরেই দেখা যাচ্ছে সেই ব্যক্তির হাতের কাছে মাছের ঝাঁকের মধ্যেই ধীরে ধীরে সাপ এগিয়ে আসছে। তৎক্ষণাৎ সেই ব্যক্তি চমকে উঠে ভাগল বা!
আরও পড়ুন
‘ভাত-ঘুমে’ বাঁদর, ঢুলু ঢুলু নিদ্রার ভিডিওয় মজা সকলের
ভিডিও দেখুন এই লিঙ্কে
ভিডিওটি প্রথমে রেডিটে শেয়ার করেছিলেন 'ফিভার থিম' নামের এক ইউজার। তারপরেই তা ভাইরাল হয়েছে অন্যান্য সামাজিক গণমাধ্যমগুলিতে। অনেকেই এই ভিডিওটি দেখে নিজেদের মতামত জানিয়েছেন। কেউ বলেছেন, জলের মধ্যে সাপ সাধারণত বিষহীন হয়ে থাকে। সেই ব্যক্তি প্রতিক্রিয়া দেখাতে এত দেরি করায় অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/snake-comments.jpg)
যাইহোক, মাছকে খাবার দিতে গিয়ে সাপের কবলে পড়ার মত ঘটনা কার্যত বিরল। সেই ঘটনারও সাক্ষী হয়ে থাকলেন নেট নাগরিকরা।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন