New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/cats-254.jpg)
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও তার ভিডিও দেখে বেশ উৎসাহী
পা না থাকা সত্ত্বেও দৌড়ে নাম তুললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে, তাক লাগানো প্রতিভায় চমকে উঠল নেটপাড়া। এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুরুষকে শরীরের নীচের অংশ না থাকা সত্ত্বেও তার হাতে্র ওপর ভর দিয়েই ২০ মিটার দৌড়েই গড়লেন বিশ্বরেকর্ড। আর তার এই তাক লাগানো প্রতিভা দেখে চমকে উঠল সারা বিশ্ব।
সম্প্রতি এক প্রতিবন্ধীর ভিডিও ব্যবহারকারীদের অবাক করার পাশাপাশি তাদের অনুপ্রাণিত করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে দুই পা না থাকা সত্ত্বেও এক ব্যক্তিকে হাতের ওপর ভর দিয়ে দৌড়াতে। এমন ভিডিও না দেখলে যে কারুর পক্ষেই বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে । বর্তমানে এই ব্যক্তির নাম জায়ন ক্লার্ক বলা হচ্ছে। গড়েছেন দ্রুততম দৌড়ের রেকর্ড।
আরও পড়ুন: < নেই হাত, পা দুটোও কাজ করেনা, ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’ কাঁপাচ্ছেন এই সুন্দরী, গল্পে চমকে উঠবেন >
Meet Zion Clark, the fastest man on two hands 💪 pic.twitter.com/AVPNlT0cIT
— Guinness World Records (@GWR) January 22, 2023
ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা ব্যক্তির শৈশব থেকে শরীরে নীচের দিকের অংশ নেই। এমন অবস্থাতেই জিয়ন ক্লার্ককে রেসিং ট্র্যাকে দৌড়াতে দেখা যাচ্ছে। দুই হাতের ওপর ভর দিয়ে ২০ মিটার রেসে জিতে নিয়েছেন বিশ্বরেকর্ডের হাতছানি।
জানা গিয়েছে জায়ন ক্লার্ক আমেরিকার বাসিন্দা, দুই পা ও শরীরের নিচের অংশ না থাকার পরও ক্লার্ক সাহস হারাননি এবং এখন বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠেছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও তার ভিডিও দেখে বেশ উৎসাহী।