জলদানবকে খাওয়ানোর ভয়ঙ্কর কৌশল, ভিডিও দেখে আঁতকে উঠবেন

কুমির তার মুখ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে মুখ খুললেই ব্যক্তি একধাপ পিছিয়ে যান।

কুমির তার মুখ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে মুখ খুললেই ব্যক্তি একধাপ পিছিয়ে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
crocodile, crocodile video, crocodile viral video, shocking video, viral videos, trending videos, trending news hindi, Trending News in Hindi, Trending Latest News, Trending News photos, Trending News Videos,

ভাইরাল এই ভিডিওতে এক ব্যক্তিকে একটি বিশালাকার কুমিরকে মাংসের টুকরো খাওয়াতে দেখা গিয়েছে।

এটাকে বলে জেনেশুনে ঝুঁকি নেওয়া! লোকটির অ্যাকশন-ভিডিও দেখে স্তব্ধ নেটপাড়ার মানুষজন। কুমিরকে খাওয়ানোর এক ভয়ঙ্কর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খাওয়ানোর এমন অভিনব কায়দা থেকে হাড়হিম নেটপাড়ার।

Advertisment

ভাইরাল এই ভিডিওতে এক ব্যক্তিকে একটি বিশালাকার কুমিরকে মাংসের টুকরো খাওয়াতে দেখা গিয়েছে। খাওয়ানোর কায়দা ভাবিয়ে তুলেছে নেটিজেনদের। ওই ব্যক্তির নিজের মুখে মাংসের টুকরো রেখে তা কুমিরকে খাওয়ানোর চেষ্টা করেন। কুমির তার মুখ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে মুখ খুললেই ব্যক্তি একধাপ পিছিয়ে যান। লোকটির সাহসিকতা দেখে প্রশংসার ঝড়।

ভিডিওটি @MadVidss নামের একটি আইডি থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র ৩৩ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, অন্যদিকে কয়েকশ মানুষ ভিডিওটি লাইকও করেছেন।একইসঙ্গে ভিডিওটি দেখার পর মানুষ নানা ধরনের প্রতিক্রিয়াও দিচ্ছেন। কেউ বলছে মানুষটা তার জীবন নিয়ে খেলা করছে, আবার কেউ বলছে এমন পাগলামি আমি কখনও দেখিনি।

viral