New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-108.jpg)
স্টিমারের ওপরে এক দৈত্যাকার কুমিরের সঙ্গে লড়াই
বনে সিংহ, বাঘের মত ভয়ঙ্কর প্রাণীদের সকলেই যেমন এড়িয়ে চলেন, ঠিক তেমনই জলে কুমিরের থেকে সকলেই নিরাপদ দুরত্ব বজায় রাখেন। ভয়ঙ্কর এই সরীসৃপ প্রজাতির কুমিরের নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মাঝে মধ্যে এমন কিছু ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বইতে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে স্টিমারের ওপরে এক দৈত্যাকার কুমিরের সঙ্গে যুদ্ধ করছেন দুই ব্যক্তি। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি স্টিমারে বসে ভয়ঙ্কর এক কুমিরের সঙ্গে রীতিমত যুদ্ধ করছেন। আশ্চর্যের বিষয় হল ব্যক্তি ক্রমাগত কুমিরটিকে আক্রমণ করলেও কুমিরটি একেবারেই শান্ত রয়েছে। মাঝে মাঝে প্রকাণ্ড হাঁ করতে দেখা গিয়েছে কুমিরটিকে। কোন ভয় ছাড়াই কুমিরের সঙ্গে লড়াই জারি রাখে ওই ব্যক্তি। এমন সময় অন্য এক ব্যক্তি কুমিরটিকে লেজ ধরে তাকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং অবশেষে কুমিরটিকে নদীর জলে ফেলে দিতে সক্ষম হয় ওই ব্যক্তি।
Dude tries to flip and fist fight a gator pic.twitter.com/HUOsYTrmga
— Humans Are Metal (@HumanAreMetal) April 7, 2023
ভিডিওটি টুইটারে @HumanAreMetalনামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। মাত্র ১৩ সেকেন্ডের এই ভিডিওটি ১৭ লাখের বেশি বার দেখা হয়েছে, অন্যদিকে ৫০ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। ভিডিওটিতে মন্তব্য করেছেন অজস্র মানুষ।