New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/sleepy-boy-carries-chair-instead-of-bag-759-1.jpg)
টাকার ব্যাগ হারিয়ে ফেলেছিলেন এক ব্যক্তি। স্বাভাবিকভাবেই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। এরপর ওই ক্য়াফের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় আসল তথ্য।
টাকার ব্যাগ হারিয়ে ফেলেছিলেন এক ব্যক্তি। স্বাভাবিকভাবেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। দায়ের করা অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তি চিনের অ্যাংগিং শহরের একটি জায়গায় কার্ড গেম খেলতে যান। এবং সেখানেই হারিয়ে ফেলেন ব্যাগটি। পুলিশের কাছে দেওয়া অভিযোগ অনুযায়ী ওই ব্যাগে ব্যক্তিগত বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সহ, ভারতীয় টাকার হিসাবে প্রায় ২১,০০০ টাকা ছিল।
এরপর ওই ক্য়াফের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় আসল তথ্য। যা সম্প্রতি ভাইরাল হয়েছে স্যোশাল সাইটে, কারণ চোর আর কেউ নয়, একটি কুকুর। দেখুন ভিডিও।
A smooth criminal pic.twitter.com/Ytxw8leCPI
— People's Daily,China (@PDChina) September 4, 2018