Advertisment

মটন থালিতে ভেসে উঠল ঝলসানো ইঁদুর, তোলপাড় অভিজাত রেস্তোরাঁয়

অভিযোগের ভিত্তিতে, পুলিশ রেস্তোরাঁর ম্যানেজার, সেই সময়ে হোটেলের শেফ এবং মাংস সরবরাহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai news, mumbai restaurant, bandra restaurant booked for rat meat, papa pancho restaurant, rat in chicken dish, hotel manager chef booked for serving rat in chicken dish, dead rat in food, rat found in chicken dish, manager cook booked

সপরিবারে অভিজাত এক রেস্তোরাঁয় মটন থালি অর্ডার করেন মুম্বইয়ের এক ব্যক্তি। টেবিলে সার্ভ করার পর খেতে গিয়েই ঘটে গেল চরম বিপত্তি। মটন থালিতে উঁকি দিচ্ছে জ্যান্ত ইঁদুর। মুহূর্তেই বদলে যায় রেস্তোরাঁয় চেহারা।

Advertisment

মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁর ম্যানেজার এবং সহ কুকের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী অনুরাগ সিং জানিয়েছেন, তিনি বান্দ্রা পশ্চিমের পালি হিলের একটি রেস্তোরাঁয় তাঁর পরিবার-বন্ধুদের সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন। তারা রুটির সঙ্গে একটি চিকেন এবং মাটন থালি (থালা) অর্ডার করেছিলেন। খাওয়ার সময়, তারা একটি মাংসের টুকরো লক্ষ্য করেন যেটি একেবারেই আলাদা। ভাল করে দেখার পর তারা বুঝতে পারেন মটন থালিতে রয়েছে একটি ইঁদুর। এরপর রেস্তোরাঁর ম্যানেজারকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জবাব এড়িয়ে যান। এর পরেই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন অনুরাগ সিং।

অভিযোগের ভিত্তিতে, পুলিশ রেস্তোরাঁর ম্যানেজার, সেই সময়ে হোটেলের শেফ এবং মাংস সরবরাহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

viral
Advertisment