সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষ রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য নানা রকম চেষ্টা করে। কিছু মানুষ কিছু এমন কিছু কৃতিত্ব দেখান যার মাধ্যমে নিমেষেই ভাইরাল হন তিনি। আবার কিছু মানুষ তাদের দক্ষতার কারণে সকলের নজরে আসেন। এমনই এক ব্যক্তি তার দক্ষতার কারণে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়েছেন। কারণ তিনি একটি স্কুটারে বসেই কয়েক হাজার ফুট উঁচুতে শূন্যে উড়ে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন ঘটনা চোখে না দেখে বিশ্বাস করা কঠিন।
Advertisment
স্কুটারে বসেই প্যারাগ্লাইডিং করলেন এই ব্যক্তি আর এই ব্যক্তির নজরকাড়া কীর্তি দেখছেন হাজার হাজার মানুষ। প্যারাগ্লাইডিং করার সময় ওই ব্যক্তি একটি স্কুটারে বসে ছিলেন। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারটি হিমাচল প্রদেশে থেকে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, স্কুটারে বসে এই ব্যক্তিকে বাতাসে উড়তে দেখে লোকেরা একেবারে অবাক। যে ব্যক্তি এ কাজ করেছেন তার নাম হর্ষ।
হর্ষ একজন প্রশিক্ষিত প্যারাগ্লাইডার এবং তিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে ভিন্ন কিছু করার কথা ভাবছিলেন। হর্ষ পাঞ্জাবের বাসিন্দা । তিনি তাঁর ইলেকট্রনিক স্কুটারকে প্যারাগ্লাইডারের সঙ্গে বেঁধে স্কুটারে বসে বাতাসে উড়ে যান। যেহেতু একটি প্যারাগ্লাইডার শুধুমাত্র একটি নির্দিষ্ট ওজন নিয়েই উড়তে পারে, তাই স্কুটার থেকে ব্যাটারি খুলে ফেলেছিলেন হর্ষ।