New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/cats-80.jpg)
ব্যক্তির মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
ব্যক্তির মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
ব্যক্তির মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
বৃষ্টির হাত থেকে বাঁচতে রাস্তার ধারে বসে থাকা এক দম্পতিকে গাড়ি থেকে নেমে ছাতা দিয়ে সাহায্য করলেন এক ব্যক্তি। এমন ঘটনায় মুগ্ধ সকলেই। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ব্যক্তির মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ঘটনাটি ওয়াশিংটন ডিসির।
ফুটেজে দেখা যাচ্ছে এক দম্পতি ট্র্যাফিক সিগন্যালের কাছে রাস্তার পাশে একটি হুইলচেয়ারের পাশে দাঁড়িয়ে রয়েছেন এই দম্পতি। বেশ জোরেই বৃষ্টি পড়ছে। রাস্তায় লাইন দিয়ে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গাড়ি। এর মধ্যেই গাড়ির ভিতর বসে থাকা এক ব্যক্তির নজর গিয়ে পড়ে রাস্তার পাশে থাকা ওই দম্পতির দিকে।
ছাতা না থাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশে বসে ভিজে যাচ্ছিলেন ওই দম্পতি। এই দৃশ্য দেখেই গাড়ি থেকে নেমে নিজের ছাতা ওই দম্পতিকে দিয়ে গাড়িতে উঠে পড়েন গাড়ির ভিতরে থাকা মানুষটি। এমন ঘটনা স্বভাবতই নজর কেড়েছে নেটিজেনদের।
ইন্সটাগ্রামে এই ভিডিও ভাইরাল হয়েছে। ‘ভাইরাল হগ’ নামক একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এমন মহানুভবতা দেখে ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় ৫০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে। অনেকেই কমেন্টে এই ব্যক্তির এমন কাজের জন্য তাকে প্রশংসা জানিয়েছেন পাশাপাশি অনেকেই লিখেছেন মানবতা আজও বেঁচে রয়েছে।