New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-171.jpg)
IFS আধিকারিক সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেছেন
কথায় আছে 'জলই জীবন'। পৃথিবীতে সকল প্রাণীর পাশাপাশি গাছপালা-সবুজের বেঁচে থাকার জন্য জল অপরিহার্য। ক্রমাগত গাছ কাটা ও জলের বহুল অপচয়ের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের পাশাপাশি পশুপাখিও জল সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে আমরা মানুষের পাশাপাশি পশুপাখিকেো জলের খোঁজে দীর্ঘ পথ পাড়ি দিতে দেখি।
সাম্প্রতিক সময়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে কাঠবিড়ালি এবং অন্যান্য তৃষ্ণার্ত প্রাণীদের মানুষের কাছে এসে তার হাত থেকে জল পান করতে দেখেছি। বর্তমানে এমনই আরেকটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে একটি তৃষ্ণার্ত হায়না মরুভূমির প্রান্তর থেকে জলের খোঁজে এক ব্যক্তির কাছে ছুটে আসছে। এরপর লোকটি তাকে বোতল থেকে জল খাওয়ায় নিজে হাতেই।
ভাইরাল হওয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। IFS আধিকারিক সুশান্ত নন্দাও @_B___S নামে একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, একটি হায়না মরুভূমির প্রান্তর থেকে থেকে একজন পর্যটকের কাছে আসে একটু জলের সন্ধানে। সেই ব্যক্তি তার জলের বোতলটি সেই তৃষ্ণার্ত হায়নার দিকে বাড়িয়ে দেয়।
This dude found a thirsty wolf in the desertpic.twitter.com/lYtgTKVgPV
— B&S (@_B___S) April 10, 2023
হায়না তৃষ্ণা নিবারণের পরে, ব্যক্তিটি হায়নার শরীরকে শীতল করার জন্য তার উপর জল ছিটিয়ে দেয়। খবর লেখা পর্যন্ত ভিডিওটি ১২.৩ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, ভিডিওটি দেখার সময়, ব্যবহারকারীরা মহানুভবতার ব্যক্তির প্রশংসা করছেন।