Advertisment

ভেড়ার লোম লাগিয়ে ছাগল বিক্রি পাকিস্তানে, কিনে ঠকলেন ক্রেতা

ভেড়ার লোম এবার লাগিয়ে দেওয়া হল ছাগলের শরীরে। ভেড়া হিসাবেই তা বেশি দাম দিয়ে কিনে ফেললেন সেই ক্রেতা। তারপরেই ভুল বুঝতে পারেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সামনেই বকর-ঈদ। পশু প্রাণীদের সর্বশক্তিমানের কাছে উৎসর্গ করার প্রথা চালু রয়েছে। এমন সময়েই অবাক কান্ড পাকিস্তানে। ছাগলকে ভেড়া সাজিয়ে বিক্রি করার ঘটনা ঘটল। পরে ক্রেতা বুঝতে পারেন তিনি ঠকে গিয়েছেন।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন মানুষ হঠাৎই বুঝতে পারেন, ভেড়া বলে যে বস্তুটি তিনি কিনেছেন, তা আর কিছুই নয় ছাগল। ভেড়ার লোম সুকৌশলে আটকে দেওয়া হয়েছে ছাগলের সঙ্গে।

সেই ভিডিও পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘন্টার মধ্যেই ভিউয়ারশিপ ১ লক্ষ ছাড়িয়ে যায়।

আরও পড়ুন

বিক্রিতে বাধা, চোস্ত ইংরেজিতে ক্ষোভ উগরে দিলেন ফল বিক্রেতা

পশু বিক্রেতাদের কাছে বকরি ঈদ তথা ঈদ উল আধা-র সময় কার্যত নাওয়া খাওয়ার সময় থাকে না। তবে এই বছর পরিস্থিতি অনেকটাই আলাদা। পশু বিক্রির পরিমাণ অনেকটাই নেমে গিয়েছে ভাইরাস সংক্রমণে। গত সপ্তাহেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ মুসলিম সম্প্রদায়ের কাছে আর্জি রেখেছিলেন, পশুর পরিবর্তে যেন প্রতীকী উৎসর্গের ব্যবস্থা করা হয়। মসজিদে না গিয়ে বাড়িতেই যাতে নামাজ পাঠ করতে পারেন তাঁরা, সেই বিষয়ের কথাও জানিয়েছেন তিনি।

wildlife viral news
Advertisment