/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cats-246.jpg)
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওতে ৭৩ হাজারের বেশি লাইক, কয়েক লক্ষ ভিউ সহ ১৮০০ কমেন্ট পড়েছে।
জমকালো কালো স্কার্ট পরে লোকাল ট্রেনে 'র্যাম্প ওয়াক', ভিডিও ভাইরাল হতেই মাথা ঘুরে গিয়েছে নেটিজেনদের। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওতে ৭৩ হাজারের বেশি লাইক, কয়েক লক্ষ ভিউ সহ ১৮০০ কমেন্ট পড়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম শিবম ভরদ্বাজ। তাকে একটি কালো পোশাকে লোকাল ট্রেনে র্যাম্প ওয়াক করতে দেখা যাচ্ছে। যা দেখে যাত্রীরা সকলেই হতবাক।
লোকাল ট্রেনে এভাবে রিল তৈরি নিয়ে শিবম সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যখন আমি রিলটি তৈরি করছিলাম আমি মানুষের প্রতিক্রিয়া দেখেছি, তা আমাকে অবাক করেছে। অনেকেই এসে আমার কাছে জানতে চেয়েছেন কেন আমি ট্রেনের কামরায় র্যম্প ওয়াক করছি? তবে এটা ভেবে আমি খুশি এমন কিছু মানুষজন রয়েছেন যারা আমাকে বুঝেছেন আমাকে সহযোগিতা করেছেন"। শিবম, LGBTQ সম্প্রদায়ের। নিজেকে তিনি সমকামী পুরুষ হিসেবে পরিচয় দেন। পাশাপাশি তিনি 'লিঙ্গ নিরপেক্ষতা'কে সমর্থন করেন৷ উত্তরপ্রদেশের মিরাটের ছেলেটি বিশ্বাস করে যে মেক-আপ এবং স্কার্টের মতো পোশাক কোনও লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
তিনি বলেন, "পুরুষরাও স্কার্ট পরতে পারেন। ভারতীয় সমাজ এমন ভাবনাকে সমর্থন করে না। আশেপাশের মানুষের আচরণ আমাকে খুবই মর্মাহত করেছে এবং তারা এটা বিশ্বাস করতে ভয় পায় একটা ছেলে স্কার্ট পরেছে। তবে, আমি বিশ্বাস করি সময় বদলে যাচ্ছে, " সমাজের উচিৎ সি বদলের সঙ্গে তাল মিলিয়ে চলা"।
১৯ বছর বয়সেই বাড়ি ছাড়তে হয় শিবমকে। বাবার ইচ্ছার বিরুদ্ধে ফ্যশন নিয়ে পড়াশুনা করতে চাওয়ার জন্য। তিনি তার ছেলেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট করতে চেয়েছিলেন। এরপর তিনি একটি বিপিওতে কাজ শুরু করেন, নিজের পছন্দের বিষয়কে নিয়েই এগিয়ে যান শিবম।
স্কার্টের সঙ্গে শিবমের প্রেম যখন তিনি বন্ধুর জন্য একটি স্কার্ট কিনেছিলেন, সেই সময় নিজে একবার স্কার্ট ট্রাই করেছিলেন। সেই ছবি দেখে ৯০ শতাংশ মানুষ আমাকে সমর্থন করেছেন। ইনস্টাগ্রামে ভাইরাল এই পোস্ট ঘিরে শিবমের আত্মবিশ্বাসকে স্বাগত জানিয়েছেন। নানান মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট সেকশন।