scorecardresearch

সূর্যের গনগনে তাপে ব্যালকনিতেই তৈরি অমলেট, বঙ্গের তপ্ত দুপুরের ভিডিও ভাইরাল 

বঙ্গের তপ্ত দুপুরের ভাইরাল ভিডিও

Man in West Bengal cooks an egg without stove on terrace of his home, heatwave, Bengal man cooks omelette without stove, viral video, Facebook, viral, trending, indian express
সূর্যের গনগনে তাপে ব্যালকনিতেই তৈরি অমলেট

সহ্যের সীমা ছাড়াচ্ছে গরম! রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে ‘তীব্র তাপপ্রবাহের’ সতর্কবার্তা। অসহ্য গরম শহর কলকাতায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। আরও ক’দিন চলবে এই অসহনীয় পরিস্থিতি এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপপ্রাহ চলতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে।

গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এযেন দিল্লি-উত্তরপ্রদেশের মতো গরম। শুষ্ক গরমে জেরবার শহর থেকে জেলা। অসহ্যকর এই গরম থেকে মুক্তি দিতে বৃষ্টি নামবে কবে? সেব্যাপারেই এবার একটা আভাস মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। এর মাঝেই গরম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক মিম।

ক্রমবর্ধমান তাপমাত্রার মধ্যে, এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমন কিছু করেছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসলে, প্রচণ্ড গরমের মধ্যে এক ব্যক্তিলে খোলা বারান্দায় রোদে ডিমের অমলেট তৈরি করতে দেখা গিয়েছে। আর এই ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি বাংলায় কথা বলছেন। ভিডিওতে তিনি বলছেন যে তিনি খোলা বারান্দায় একটি ফ্রাইং প্যান রেখেছেন। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি প্যানটি রোদে রেখেছেন, যেখানে সরাসরি সূর্যের গনগনে তাপ পড়ছে। প্যানটি রোদে সম্পূর্ণ গরম হয়ে গেলে ব্যক্তিকে একটি ডিম নিয়ে তা ফাটিয়ে প্যানে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিতে দেখা যায়। ডিমটি ফ্রাইং প্যানে রাখার কিছু সময়ের মধ্যেই অমলেটে পরিণত হয়। এর পরে, ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি অমলেটের স্বাদ নিচ্ছেন এবং তাঁকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে অমলেটটি একেবারে নিখুঁতভাবে তৈরি হয়েছে।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ভিডিওটি প্রায় ২০ লক্ষ মানুষ দেখেছেন। হাজার হাজার প্রতিক্রিয়া সামনে এসেছে। ভিডিওটি দেখে মানুষজন গ্রীষ্মের প্রখর তাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা আশ্চর্যজনক ব্যাপার, এটাও হতে পারে।’ একই সঙ্গে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তাপ চরমে।’

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man in west bengal cooks an egg without stove on terrace of his home watch