New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-22.jpg)
সন্তান বিক্রির প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বাবা, যোগী রাজ্যে শোরগোল ফেলা ঘটনা জোর চর্চায়
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।
সন্তান বিক্রির প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বাবা, যোগী রাজ্যে শোরগোল ফেলা ঘটনা জোর চর্চায়
'আমার সন্তানকে বিক্রি করব’! হ্যাঁ এমনই এক প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে রয়েছেন বাবা। পাশে রয়েছে তার সন্তান। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কিন্তু একজন বাবা কেন এভাবে তার সন্তানকে বিক্রির বিজ্ঞাপন হাতে নিয়ে রাস্তায় বসে রয়েছেন?
এই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। ছবিটি টুইটারে শেয়ার করার (এক্স) কিছুক্ষণের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সবাই জানতে আগ্রহী কেন ছেলেকে বিক্রির পদক্ষেপ নিতে হল বাবাকে।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব টুইট করেছেন, 'এটিই বিজেপির অমৃতকাল। যখন একজন বাবা তার ছেলেকে বিক্রি করার জন্য গলায় প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসতে বাধ্য হন। এই ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আগে, দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার আগে সরকারকে কেউ জাগিয়ে তুলুন”।
ये है भाजपा का अमृतकाल जब एक पिता अपने पुत्र को बेचने के लिए गले में तख़्ती लटकाकर बिलखने को मजबूर है।
इससे पहले कि ये तस्वीर दुनिया भर में फैल जाए और प्रदेश के साथ-साथ देश की छवि संपूर्ण विश्व में धूमिल करे, कोई तो सरकार को जगाए। pic.twitter.com/hZsKY3Hwa7— Akhilesh Yadav (@yadavakhilesh) October 27, 2023
আত্মীয়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়ে তা শোধ করতে না পারায় পরিবারের লোকেরা টাকার জন্য রাজকুমারকে চাপ দিতে থাকেন। পুলিশের কাছে অভিযোগও জানালেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় রাস্তায় বসেন তিনি। তিনি তার সন্তানকে বিক্রি করে টাকার জোগাড় করে সেই ধার শোধ করতে চান। সন্তানকে বিক্রির বিজ্ঞাপনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।