New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-42.jpg)
ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা
আজকাল তরুণদের মধ্যে অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে স্টান্টের ক্রেজ তাড়া করে বেড়াচ্ছে। রাস্তায় বাইক স্টান্ট করার পাশাপাশি হাজার হাজার ফুট উচ্চতা থেকে আকাশে লাফ দেওয়ার ভিডিওগুলি আজকাল সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডি। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এসেছে। যেখানে এক ব্যক্তিকে একটি পাহাড়ের চূড়ায় গ্লাইডিং করার সময় ভয়ানক দুর্ঘটনার কবলে পড়তে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। @AshTheWiz নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি গ্লাইডিংয়ের সময় তালগাছের সঙ্গে ধাক্কা খায়। মুহুর্তেই দুর্ঘটনার শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। স্বস্তির বিষয় খুব বেশি উচ্চতা থেকে না পড়ার কারণে তিনি খুব বেশি আঘাত পাইনি।
"आसमान से गिरे, खजूर पे अटके" का दुरुस्त नमूना... pic.twitter.com/dFIQMUMbi7
— Commander Ashok Bijalwan 🇮🇳 (@AshTheWiz) April 30, 2023
ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। এমন দুর্ঘটনা দেখে সকলেই গ্লাইডিংয়ের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলেছেন।