নাগর দোলনায় স্টান্ট দেখাতে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি। ব্যালেন্স হারিয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়লেন এক ব্যক্তি। ৬৭ লাখ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় স্টান্টের অনেক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তবে এমন দুর্ঘটনা দেখে শিউড়ে উঠেছেন নেটিজেনরা।
NoContextHumans নামে একটি প্রোফাইল থেকে টুইটারে ভিডিওটি পোস্ট করেছে। এই ভিডিওতে লোহার তৈরি দোলনায় স্টান্ট দেখাতে গিয়ে বেকায়দায় এক ব্যক্তিকে পড়ে যেতে দেখা যাচ্ছে। যা দেখে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন ব্যবহারকারীরা। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি দোল থেকে গিয়ে ব্যালেন্স হারিয়ে অপর প্রান্তে ঝুলে পড়েন। শেষে দোলনা থেকে হুড়মুড়িয়ে তিনি মাটিতে পড়ে যান।
ভিডিওটি দেখে অনুমান করা যায় যে, লোকটি মাটিতে পড়ার আগে দোলনায় আটকে আঘাতও পান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের নজর কেড়েছে। খবর লেখা পর্যন্ত দেখা হয়েছে ৬৭ লাখের বেশি ভিউ হয়েছে। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। বেশিরভাগ ওই ব্যক্তি সম্পর্কে জানতে চেয়েছেন। একই সময়ে, অনেক ব্যবহারকারী এটি একটি দুঃস্বপ্ন হিসাবে বর্ণনা করেছেন।