Advertisment

বরফ ঢাকা হ্রদে আটকে হরিণ, উদ্ধারে ত্রাতাকে কুর্নিশ, viral video

পাড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হরিণটি দ্রুত উঠে বনের দিকে ছুটে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video of Deer Rescue, Trending Video of Deer Rescue, Amazing Video of Deer Rescue, Shocking Video of Deer Rescue, latest tending Video of Deer Rescue, trending Video of Deer Rescue on twitter, trending Video of Deer Rescue on facebook, trending Video of Deer Rescue on instagram, trending Video of Deer Rescue on youtube,

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে এক ব্যক্তিকে সম্পূর্ণ বরফে আবৃত হ্রদে আটকে থাকা একটি হরিণকে উদ্ধার করতে দেখা যায়। যা দেখে সবাই হতবাক।

Advertisment

আজকাল সোশ্যাল মিডিয়ায় ‘বন্যপ্রাণী সম্পর্কিত’ একাধিক ভিডিও ভাইরাল হয়।  মানুষজন এই ধরণের ভিডিওগুলি দেখতে পছন্দ করেন। এমন পরিস্থিতিতে আজকাল একটি বন্যপ্রাণীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

সাধারণত খাবারের সন্ধানে বর্তমানে বন্যপ্রাণীর লোকালয়ে প্রবেশ কোন নতুন ঘটনা নয়। ভাইরাল হওয়া ভিডিওতেও একটি হরিণকে তুষার জমে থাকা একটি হ্রদে আটকে থাকতে দেখা যায়। পাহাড়ি রাজ্যে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত ঠাণ্ডার কারণে পুকুর বা জলাশয়ের জল জমে বরফে পরিণত হয়ে যায় এবং দুর্ঘটনাবশত পশুপাখি সেখানে চলে এসে বিপদের মুখে পড়ে।

বরফ ঢাকা জলাশয়ে এসে আটকে পড়ে হরিণটি। এমন পরিস্থিতিতে হরিণকে উদ্ধার করে এক ব্যক্তি।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তিকে বরফ ঢালা হ্রদের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যক্তিটিকে খুব সাবধানে হরিণটিকে ধীরে ধীরে ঠেলে দিতে দেখা যায়।

ভিডিওর শেষে, লেকের পাড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হরিণটি দ্রুত উঠে বনের দিকে ছুটে যায়। বর্তমানে হরিণ উদ্ধারের এই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে।  খবর লেখা পর্যন্ত ভিডিওটি ভিউ পেয়েছে ৫ লাখ ৮০ হাজারের বেশি। @PierPets নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখার সময়, ব্যবহারকারীরা হরিণটিকে উদ্ধারকারী ব্যক্তির ক্রমাগত প্রশংসা করছেন।

viral wildlife
Advertisment