New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-168.jpg)
এই ভিডিওতে এক ব্যক্তিকে গোলাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকার একটি সাইকেল চালাতে দেখা গেছে।
পিলে চমকে উঠেছেন নেটিজেনরা
এই ভিডিওতে এক ব্যক্তিকে গোলাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকার একটি সাইকেল চালাতে দেখা গেছে।
গোলের বদলে সাইকেলের বর্গাকার চাকা! আর এমনই উদ্ভাবন দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চূড়ান্ত শোরগোল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক ব্যক্তিকে একটি বর্গাকার চাকার সাইকেল চালাতে দেখা যাচ্ছে। যা দেখে সবাই বেশ অবাক। এমন পরিস্থিতিতে ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।
আজকাল সৃজনশীলতার নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়। বর্তমানে, একটি সাইকেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে এর চাকার আকার ব্যবহারকারীদের অবাক করে দিয়েছে। এই কারণেই এই ভিডিওটি ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছে।
সাধারণত, আমরা সবাই আমাদের আশেপাশে সাইকেল চালাতে দেখেছি। নিজেরাও কমবেশি সাইকেল চালিয়েছি। কিছু মানুষ আছেন ব্যায়াম করতে এবং নিজেকে ফিট রাখতে প্রতিদিন সাইকেল চালান। সময়ের সঙ্গে সঙ্গে সাইকেলের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সাইকেলে চাকা সেই গোল’ই থেকে গিয়েছে। এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে সাইকেলে চাকার এমন অদ্ভুত আকার দেখে পিলে চমকে উঠেছেন ইউজাররা।
How The Q created a bike with fully working square wheels (capable of making turns)
https://t.co/wWdmmzRQY3>pic.twitter.com/bTIWpYvbG1 — Massimo (@Rainmaker1973) April 11, 2023
সের্গি গর্ডিয়েভ নামের এক ইঞ্জিনিয়ার অনন্য সেই সাইকেলের মডেলটি নিয়ে হাজির হয়েছেন। চৌকো চাকাতেই সেই সাইকেলটি চলছে, দ্রুত বাঁকও নিচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। @Rainmaker1973 নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে এক ব্যক্তিকে গোলাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকার একটি সাইকেল চালাতে দেখা গেছে। বর্তমানে ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ২ কোটির বেশি ভিউ হয়েছে। ভিডিওটি দেখে বিস্মিত ব্যবহারকারীরাও।