সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে একটি ভিডিও। যেখানে এক পুরুষকে পিছন থেকে এক মহিলাকে জাপটে ধরে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিতে দেখা যায়। আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার ভিডিও ফুটেজ ধরা পড়েছে। আর সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ভাইরাল হওয়া এই ১৭-সেকেন্ডের ক্লিপটিতে দেখা যাচ্ছে যে একজন পুরুষ প্ল্যাটফর্মে হাঁটছেন। তার ঠিক সামনেই হাঁটছেন এক মহিলা। মুহুর্তে তিনি ওই মহিলাকে পেছন থেকে জাপটে ধরেন এবং মহিলাকে সঙ্গে নিয়ে মেট্রোর সামনে ঝাঁপ দেন। মহিলা তার জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু মহিলা জাপটে ধরে রাখেন ওই পুরুষ। এরপর মেট্রো প্রচণ্ড গতিতে সামনে এসে পুরুষ ও মহিলার ওপর দিয়ে চলে যায়।
গত ৪ঠা জুন ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন চন্দন পাণ্ডে নামের এক ব্যক্তি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঘটনাটি কলকাতার নোয়াপাড়া মেট্রো স্টেশনের’। সিসিটিভি ফুটেজটি ব্যাপক ভাইরাল হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ ৫লাখ ছাপিয়ে গিয়েছে।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার প্রায় প্রতিটি প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। অনেকের দাবি, এই দু’জনেই প্রেমিক যুগল। একইসঙ্গে ঘটনাটি বলা হচ্ছে কলকাতার নোয়াপাড়া মেট্রো স্টেশনের। এই ভিডিও দেখে অনেকেই তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন- ‘মেয়েটি পালানোর চেষ্টা করছিল। তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে’।
আরেক ব্যবহারকারী লিখেছেন- ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ছেলেটি জোর করে মেয়েটিকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে, মেয়েটি শেষ পর্যন্ত জীবন বাঁচানোর চেষ্টা করছে। অপর একজন ব্যবহারকারী বলেন- বুদ্ধিহীন মানুষ জীবনের মূল্য বোঝে না। এটা জবরদস্তির ঘটনা বলে মনে হচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেট্রোর তরফে জানানো হয়েছে, ঘটনাটি শনিবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে ঘটে। যুগলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।