দোলনায় দুলতে দুলতে শান্তির ঘুম, মেট্রো-য় এমন দৃশ্য আগে দেখেছেন?

আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেট্রোর এই ভিডিও তোলপাড় ফেলেছে।

আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেট্রোর এই ভিডিও তোলপাড় ফেলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Trending News

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি চাদরের সাহায্যে মেট্রো কোচে দোলনা তৈরি করেছেন।

দোলনায় আরামে দোল খেতে খেতে শান্তির ঘুম। এমনই এক ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। যা দেখে চোখ ছানাবড়া নেটাগরিকদের। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কাপড়ের তৈরি দোলনায় আরামে দোল খেতে খেতে ঘুমিয়ে পড়লেন। যেন নিজের বেডরুমেই শুইয়ে রয়েছেন তিনি। তার এই কাণ্ড দেখে অবাক মেট্রো-য় থাকা সহযাত্রীরা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় হামেশাই দিল্লি মেট্রো'র নানান ভিডিও ভাইরাল হয়। তবে আজ যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেট্রোর। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। শ'য়ে শ'য়ে মানুষ এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন। এক ব্যক্তিকে মেট্রোতে আরামে দোলনায় ঘুমাতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি চাদরের সাহায্যে মেট্রো কোচে দোলনা তৈরি করেছেন। নিজের তৈরি দোলনায় আনন্দে তাতে দোল খাচ্ছেন তিনি। মেট্রোতে যাতায়াতকারী লোকেরা ব্যক্তির এমন কাণ্ডকারখানা দেখে রীতিমত অবাক। মেট্রোতে উপস্থিত লোকজনও ব্যক্তির ভিডিও করতে শুরু করেন।

Advertisment

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে এই ব্যক্তি কাপড়ের তৈরি দোলনায় আরামে দোল খাচ্ছেন। আশ্চর্যের বিষয় মেট্রোতে যাতায়াতকারী কেউই তাকে এই কাজ থেকে বিরত করেন নি। ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন। অনেক ব্যবহারকারী এই ভিডিওটি দেখার পরে খুব মজার প্রতিক্রিয়া দিয়েছেন। একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে লিখেছেন, 'অন্তত তিনি কাউকে হয়রানি করছেন না'। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন, 'হয়তো তিনি ভাবছেন ভ্রমণের সময় এটি ঘুমানোর নিরাপদ উপায়'।

Viral Video