Advertisment

ডিম দিয়ে তৈরি সান্তা! অবাক করা শিল্পভাবনা, ভাইরাল হতেই শিল্পীকে কুর্নিশ

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Christmas, Santa, Cute Santa, Santa By Egg, Viral Video, Viral on Internet,

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।

ডিম দিয়ে তৈরি সান্তা! ক্রিসমাসের আগে রোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে এমন শিল্পকর্ম লাখ লাখ মানুষকে মুগ্ধ করেছে। স্রেফ ডিম দিয়েই সান্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সকলকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।
আজ বাদে কালই বড়দিন। বড়দিন মানেই উৎসবের আমেজে গা ভাসিয়ে দেওয়া। প্রতি বছর ২৫ ডিসেম্বর, সারা বিশ্বের মানুষ বড়দিনের উদযাপন করেন। শিশুরা এই উৎসবের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে। শিশুরা সান্তার কাছ থেকে তাদের পছন্দের উপহার চায়। তারা বিশ্বাস করে যে সান্তা তাদের ইচ্ছা পূরণ করবে। সান্তা না আসলেও তাদের বাবা-মা তাদের ইচ্ছা পূরণ করেন, উপহারে পেয়ে বাচ্চাদের মুখে অন্যরকম আনন্দ ফুটে ওঠে। বড়দিনের আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা আপনার মন জয় করবে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটি ডিম ভেঙে তার হলুদ অংশটি কে তেলে হালকা আঁচে ভেজে মুখ, নাক ইত্যাদি তৈরি করেন। এর পরে আপনি ব্যক্তিকে বিভিন্ন সবজির সাহায্যে হাত, পা এবং টুপি তৈরি করেন। কিছুক্ষণের মধ্যেই ব্যক্তি একটি সম্পূর্ণ সান্তা তৈরি করে যা দেখতে খুব সুন্দর। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @TansuYegen নামে একজন ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- এটি তৈরি করতে কত সময় লেগেছে? অন্য একজন ব্যবহারকারী লিখেছেন – দারুণ প্রতিভা।

viral
Advertisment