কফিতে চুমুক দিতেই ‘মুরগির হাড়’, Zomato কে তুলোধনা দম্পতির

অনলাইনে কফি অর্ডার করেই বিপত্তি

অনলাইনে কফি অর্ডার করেই বিপত্তি

author-image
IE Bangla Web Desk
New Update
coffee, zomato, third wave india, viral, post, twitter, user, users, netizens, piece, chicken

কফিতে ভাসছে একটুকরো মুরগির হাড়।

দিল্লিতে বাড়ি বসেই কাজের ফাঁকে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে কফি অর্ডার করেন বছর ৪০ এর সুমিত। দুটি কফি অর্ডার করেন সে। একটি তার জন্য অন্যটি তার স্ত্রী’র জন্য। সবে মাত্র কফিতে চুমুক দিয়েছেন তারা। সুমিতের স্ত্রী দেখেন কফিতে কিছু একটা ভাসছে, চামচ দিয়ে তুলতেই চক্ষু চড়কগাছ।

Advertisment

কফিতে ভাসছে একটুকরো মুরগির হাড়। এমন ঘটনায় স্বভাবতই অসস্তিতে পড়ে যান তারা দুজনেই। তড়িঘড়ি সেই কফির ছবি তুলে অনলাইনে শেয়ার করেন তিনি। সেই সঙ্গে ট্যাগ করেন জোম্যাটোকে। থার্ড ওয়েভ ইন্ডিয়া নামে এক রেস্তোরাঁ থেকে কফিটি অর্ডার করা হয় বলে জানিয়েছেন সুমিত।

Advertisment

এদিকে এই ঘটনা ভাইরাল হতেই তড়িঘড়ি আসরে নামে থার্ড ওয়েভ ইন্ডিয়া। সংস্থার তরফে এক টুইট বার্তায় সুমিত কে জানানো হয় ‘এমন ঘটনার জন্য আমরা আন্তরিক দুঃখিত’। পাশাপাশি জোম্যাটোর তরফেও এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।  এই ঘটনার পরই সুমিত জানান তার স্ত্রী মাছ, মাংস, ডিম কিছুই খান না। এমন ঘটনা স্বাভাবিক ভাবেই তার স্ত্রীর কাছে অনভিপ্রেত।

আরও পড়ুন: প্রতিবন্ধকতাকে জয়! ৯০ শতাংশ নম্বর পেয়ে ‘হিরো’ আলম

এদিকে সুমিতের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ এই পোস্ট দেখেছেন। অনেকেই কমেন্টে জানিয়েছেন, কফি একবারেই আলাদাভাবে তৈরি হয়, সম্পূর্ণ অন্য কাউন্টারে সেখানে মুরগির হাড় এলো কোথা থেকে? সেই সঙ্গে খাবার পরিবেশনে রেস্তোরাঁ গুলিকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

coffee Viral Video