ছিল ৩০০ টাকার লোশন, হয়ে গেল ১৯ হাজারের হেডফোন!

অনলাইন অর্ডারের ক্ষেত্রে অধিকাংশ সময়েই দেখা যায়, যা চাওয়া হয়েছিল, তাই এসেছে, তবে প্রোডাক্টে খুঁত রয়েছে। অথবা অর্ডার অদলবদল হয়ে গিয়েছে। তা এবারও অন্য কিছুই এসেছে।

অনলাইন অর্ডারের ক্ষেত্রে অধিকাংশ সময়েই দেখা যায়, যা চাওয়া হয়েছিল, তাই এসেছে, তবে প্রোডাক্টে খুঁত রয়েছে। অথবা অর্ডার অদলবদল হয়ে গিয়েছে। তা এবারও অন্য কিছুই এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: সংবিধান মেনে করোনা পুজো, জিমের করছে ভূত!

একেই বলে ভাগ্য। তিনশো টাকার লোশন অর্ডার দিয়েছিলেন গৌতম রেগে। তার বদলে এল মহামূল্য 'বোস'-এর হেডফোন! যে খবর নেট নাগরিকদের কাছে পৌঁছতেই ভাইরাল সোশাল মিডিয়ায়। রীতিমতো স্তম্ভিত নেটপাড়া।

Advertisment

অনলাইন অর্ডারের ক্ষেত্রে অধিকাংশ সময়েই দেখা যায়, যা চাওয়া হয়েছিল, তাই এসেছে, তবে প্রোডাক্টে খুঁত রয়েছে। অথবা অর্ডার অদলবদল হয়ে গিয়েছে। তা এবারও অন্য কিছুই এসেছে। কিন্তু দুই প্রোডাক্টের মূল্যের কোনও তুলনাই হয় না।

ডেলিভারি বয় বাড়ির দোরগোড়ায় এসে বলেন, ইলেকট্রনিক্স-এর জিনিস আছে, হেডফোন। তখনই অবাক হয়েছিলেন ক্রেতা। অ্যামাজনের তরফে গৌতমকে জানানো হয়েছে, যেহেতু ওই জিনিসটি ফেরত নেওয়া হবে না, সেহেতু তিনি যেন হেডফোনটি রেখে দেন। আরও আশ্চর্যের কথা, স্কিন লোশনের ৩০০ টাকাও রিফান্ড করে দেওয়া হবে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral viral news