scorecardresearch

তাজ হোটেলে কয়েনে বিল পেমেন্ট, ভিডিও দেখেই তুলোধোনা…

আশেপাশে বসে থাকা অন্যান্য গ্রাহকরা এই ব্যক্তিকে কয়েন বের করতে দেখে রীতিমত অবাক।

Taj, Taj Hotel, Taj Hotel Coins, MUMBAI NEWS, Mumbai Taj Hotel, Taj Hotel News, viral video, viral"

তাজ হোটেলে খেয়ে কয়েন বিল পেমেন্ট করে রাতারাতি ভাইরাল এক যুবক। সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যদি আর পাঁচজনের থেকে কিছু আলাদা করেন এবং তা যদি আপনি ফ্রেমবন্দী করেন তাহলে আপনি মুহূর্তেই ভাইরাল হয়ে যেতেন পারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষজন নানান কৌশল অবলম্বন করে থাকেন। সম্প্রতি এক যুবকের একটি ভিডিও শোরগোল ফেলেছে নেটপাড়ায়।

ফাইভ স্টার রেস্টুরেন্টে খেয়ে কয়েনে বিল পেমেন্ট করে রাতারাতি সংবাদ শিরোনামে এক যুবক। মুম্বইয়ের হোটেল তাজ-এ ডিনার করার পর এই যুবক কয়েনের মাধ্যমে বিল পরিশোধ করেন, যার ভিডিও ক্রমশই ভাইরাল হচ্ছে।

আসলে, এই ভিডিওটি ‘কনটেন্ট ক্রিয়েটর’ সিদ্ধেশ লোকার। সিদ্ধেশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাপশন সহ একটি ভিডিও শেয়ার করেছেন, ‘তাজ হোটেলে কয়েনে বিল পেমেন্ট, ডলার হোক অথবা কয়েন, ডিনারের মজা পাঁচতারা হোটেলে একেবারে আলাদা!”  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে এই যুবক প্রথমে তাজের ভিতরে যান এবং সেখানে পিৎজা ও মকটেল অর্ডার করেন। যখন বিল দেওয়ার পালা আসে, তখন তিনি খুচরো ভর্তি ব্যাগ বের করেন এবং বিল পেমেন্ট করেন।

আশেপাশে বসে থাকা অন্যান্য গ্রাহকরা এই ব্যক্তিকে কয়েন বের করতে দেখে রীতিমত অবাক। সেই সঙ্গে ওয়েটারের গালেও ধরা পড়ে একগাল হাসি। ভাইরাল ভিডিওটিকে পাবলিসিটি স্টান্ট বলেও অভিহিত করেছেন মানুষ। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মানুষ বিখ্যাত হওয়ার জন্য যা কিছু করে’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man pays bill with coins in famous taj hotel