scorecardresearch

পোষ্য যখন কুমির! যুবকের আজব শখ, ভিরমি খেল নেটপাড়া

বাড়ির যে কোন জায়গায় অনায়াসেই ঘোরাফেরা করে কুমিরটি।

in house, boy sleeps and cuddles with crocodile, larke ne ghar me pala magarmacch, Man Pets a Crocodile in the Home, Odd News, Viral On Social Media, viral On Internet, Weird news, strange news, bizarre news, bizarre story, amazing news, strange news, interesting news, viral news, trending news, viral, trending, ajeebogarib, hatke news, ajab gajab,

পোষ্য যখন কুমির! একসঙ্গে খাওয়া-ঘুম। কোলে তুলে আদর। যুবকের কাণ্ডে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। পোষ্যের সঙ্গে মানুষের সখ্যতা সকলেরই জানা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই মানুষ তার প্রিয় পোষ্যের সঙ্গে মজার নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। কখনও পোষ্যের সঙ্গে খুনসুটি, কখনও আবার পোষ্য’র বিয়ের নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষজন আপলোড করেন। যা অনেক সময় ঝড়ের গতিতে ভাইরাল হয়।

মানুষজন যেমন কুকুর-বিড়ালকে বাড়িতে রাখেন, তেমনি এক যুবক পোষ্য হিসাবে বাড়িতে রেখেছেন ভয়ঙ্কর কুমিরছানা। সারাদিন একসঙ্গে থাকা থেকে খাওয়া-দাওয়া, খুনসুটি বাদ নেয় কিছুই। এমনই রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময়ও কুমিরের সঙ্গে একই বিছানা শেয়ারও করেন। আর সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পিলে চমকে উঠেছেন মানুষজন।

প্রত্যেকেরই নিজস্ব শখ আছে। আর সেই শখ পূরণের জন্য মানুষজন আজকাল মরিয়া। সোশ্যাল মিডিয়ায় মানুষজনের শখপূরণের নানান ভিডিও ভাইরাল হয়। তবে এখন যে ভিডিও তোলপাড় ফেলেছে তা দেখ ঘুম উড়েছে নেটিজেনদের। কুমিরের মতো ভয়ঙ্কর প্রাণীকে ঘরে রেখে শখ পূরণ করছেন এক যুবক। দ্য মিররের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বাসিন্দা ২৯ বছর বয়সী জোনাথন আরাইজা তার বাড়িতে কোন সুন্দর প্রাণী পোষার পরিবর্তে একটি কুমির পুষেছেন। এটা শুনে হয়তো অনেকের মাথায় আকাশ ভেঙে পড়বে। কিন্তু জোনাথনের জন্য অন্যান্য পোষ্যের মতই ‘কিউট কুমির’ বাড়িতে রেখেছেন।

প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে কুমিরটির নাম গামোরা। একেবারে পোষা কুকুরের মতো আচরণ করে সে। বাড়ির যে কোন জায়গায় অনায়াসেই ঘোরাফেরা করে কুমিরটি। জোনাথন জানিয়েছেন, গামোরাকে কোলে তুলেই আদর-ভালবাসা সবই করেন তিনি। তার বাড়িতে দুটি ছোট কুকুরছান এবং একটি কচ্ছপও রয়েছে। মজার ব্যাপার হল, এমনকি জোনাথনের বান্ধবীও গামোরাকে ভয় পায় না, গামোরাকে নিয়েই গড়ে উঠেছে তাদের সুখী পরিবার।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man pets a crocodile in house