New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-216.jpg)
ভিডিওটি এখন পর্যন্ত ১৫ লক্ষের বেশি বার দেখা হয়েছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন।
দুই পাহাড়কে আলাদা করেছে খরস্রোতা এক নদী। তার মাঝেই সরু দড়ির সেতু। আর সেখানেই একপায়ে ফুটবল নিয়ে কেরামতি। ভয়ঙ্কর স্টান্টের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে শিউরে উঠেছেন মানুষজন। দড়ির ওপর হাঁটতে হাঁটতে চলছে এক পায়ে ফুটবল নিয়ে ভেলকি দেখানো। এত উচ্চতায় এমন স্টান্ট অবাক করে দিয়েছে সকলকেই।
চাঞ্চল্যকর এই ভিডিওটি স্ল্যাকটিভিটি নামের একটি আইডি থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, ভিডিওটি এখন পর্যন্ত ১৫ লক্ষের বেশি বার দেখা হয়েছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও সামনে এসেছে।
একই সঙ্গে ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরাও বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন 'এটা পাগলামি', আবার কেউ বলছেন 'এমনকি ফুটবল তারকা মেসিও এটা করতে পারবেন না'। একইভাবে আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ভিডিওটি দেখেই ভয় পাচ্ছি'।