টিকটিকিকে ভয় পাই আমরা অনেকেই। বাথরুমের দেওয়ালে, টিউবলাইটের পিছনে বা জানালায় এই সরীসৃপ মুখ বাড়ালেই গা ঘিনঘিন করে ওঠে। যদিও বেশিরভাগ টিকটিকিই নিশাচর, দিনের বেলা লুকিয়ে থাকে এবং রাতে পোকামাকড়ের সন্ধানে বের হয়। কিন্তু কেমন লাগবে যদি মানুষের সাইজের টিকটিকি চোখের সামনে দেখেন!
চমকে উঠলেন? সম্প্রতি এমন ই এক ভিডিও রাতের ঘুম উড়িয়েছে। জানা গিয়েছে মনিটর প্রজাতির এই টিকটিকির মূল্য কয়েক লক্ষ টাকা পাশাপাশি সেগুলোর আকার ও অবাক করতে বাধ্য। এমনকি এই প্রজাতির টিকটিকি বিশ্বের সবচেয়ে বড় । ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যাক্তি এই বীভৎস আকারের টিকটিকিকে কোলে নিয়ে সন্তানের মতই তার সঙ্গে খুনসুঁটি করছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। এটি nickthewrangler নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, এখন পর্যন্ত তিন লাখ ২২ হাজারের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। যেখানে ১৬ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। এবং বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন।