scorecardresearch

পিঠে বসে ‘দানব’ কুমিরের সঙ্গে খুনসুটি, ভিডিও দেখে আঁতকে উঠলো নেটিজেনরা

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কুমিরের পিঠের ওপর বসে দানবের সঙ্গে খেলায় মেতে উঠেছেন।

Dangerous Crocodile Attack,Google Trends,Google Trends Today,magarmach ka hamla,Magarmach Ka Insan Par Hamla,Magarmach Ka Video,Trending Video,Wild Animal Attack,Man Playing With Crocodile, crocodile, crocodile video, crocodile viral video, animals videos, animals viral videos,Ajab Gajab news, Shocking news, Strange news, Weird news, OMG News, Viral On Social Media,"

পিঠে বসে দানব কুমিরের সঙ্গে খুনসুটি, ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠলো নেটপাড়া। সাধারণত বন্যপ্রাণীদের নানান ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এই ভিডিও দেখে আপনার হুঁশ উড়ে যেতে বাধ্য। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কুমিরের পিঠের ওপর বসে দানবের সঙ্গে খেলায় মেতে উঠেছেন।

ওই ব্যক্তির হাতে রয়েছে এক টুকরো মাংস। যেটি দেখিয়ে সে বারবার কুমিরটিকে প্রলুব্ধ করার চেষ্টা করে সে। কুমিরটি মাংস খেতেই বারে বারেই চেষ্টা করতে থাকে। এই ব্যক্তি ভাগ্যবান যে তিনি কুমিরের কামড়ে ক্ষতিগ্রস্থ হননি। কুমির মাংসের টুকরোটি পেয়ে মুহূর্তের মধ্যে সেটিকে চিবিয়ে খায়।

কিছুদিন আগে ভিডিওটি শেয়ার করা হয়। শ’য়ে শ’য়ে লাইক ও কমেন্ট সামনে এসেছে। মানুষজন এই ধরনের বিপজ্জনক প্রাণী্র সঙ্গে এমন আচরণ না করার কথা বারে বারে উল্লেখ করেছেন। এক ব্যক্তি লিখেছেন, এই মাংসের টুকরোটি যেমন ভাবে কুমিরটি চিবিয়ে খেল, একজন মানুষকে চিবিয়ে খেতে কুমিরটির বেশি সময় লাগবে না।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man playing with crocodile