New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-216.jpg)
কাঁচের গ্লাসের ওপর রাখা সিলিন্ডার,কলসি মাথায় অনবদ্য ভারসাম্য..! যুবকের কীর্তিতে চোখ কপালে
সম্প্রতি একটি ভাইরাল ভিডিও মানুষের মনকে নাড়া দিয়েছে।
কাঁচের গ্লাসের ওপর রাখা সিলিন্ডার,কলসি মাথায় অনবদ্য ভারসাম্য..! যুবকের কীর্তিতে চোখ কপালে
এমন কীর্তি কখনো দেখেছেন? মাথায় গ্লাস রেখে তার উপরে গ্যাস সিলিন্ডার রেখে স্টান্ট যুবকের। ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে এই ভিডিও।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিও মানুষের মনকে নাড়া দিয়েছে। ভিডিওতে এক যুবককে মাথায় গ্লাস রেখে তার ওপর গ্যাস সিলিন্ডার রেখে স্টান্ট করতে দেখা যায়। যুবকের দক্ষতায় অবাক সকলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক তার মাথার ওপরে একটির ওপরে চারটি কাচের গ্লাস রেখেছেন। তিনি তার উপরে একটি গ্যাস সিলিন্ডার এবং তার উপরে দুটি স্টিলের কলসি রেখেছেন। এত কিছু মাথায় রেখেও এতটুকুও ভারসাম্য হারাননি তিনি। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে তাকিয়ে আছেন তার দিকে।
এই ভিডিওটি ২ লক্ষেরও বেশি ভিউ, হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে। যুবকের কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই যুবককে সাবধানতার সঙ্গে স্টান্ট দেখাতে অনুরোধ করেছেন।