New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-316.jpg)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে এই পোস্ট।
মন্দিরের দানবাক্সে ১০০ কোটির চেক। ভক্তের কাণ্ডে অবাক সকলেই। অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে, এক ভক্তের তরফে মন্দিরের দান বাক্সে ১০০ কোটি টাকার চেক দান করা হয়েছে হয়েছে৷ কিন্তু সেই চেক ভাঙিয়ে ক্যাশ করতে গিয়ে সবাই অবাক।
অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে একজন ভক্তের তরফে ১০০ কোটির চেক দান করা হয়। । কিন্তু মন্দির কমিটির লোকজন যখন চেকটি ভাঙিয়ে ক্যাশ করতে যান তারা অবাক হয়ে যান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে এই পোস্ট।
Cheating on God! The staff of the famous Sri Varaha Lakshmi Narasimha temple, Simhachalam in #Visakhapatnam found a cheque for 100 crores in Temple ‘Hundi’ (offering box) but left in stunning disbelief after the bank informed them that the donor’s account had only Rs 17… pic.twitter.com/0AL2Nbpaur
— Ashish (@KP_Aashish) August 24, 2023
ভাইরাল পোস্টের মাধ্যমে জানা গিয়েছে যে মন্দিরে আসা এক ব্যক্তি মন্দিরের দান বাক্সে ১০০ কোটির চেক দান করেন। মন্দির কমিটির তরফে চেকটি ক্যাশ করতে গেলে দেখা যায় অই ব্যক্তির অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১৭ টাকা। ক্রমশ ভাইরাল হয়েছে এই সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ এই পোস্টটি দেখেছেন।