New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-150.jpg)
ভোলবদলে চমকে গেল নেটপাড়া, ঘোড়ার গাড়ির চাকায় দিব্যি ছুটছে গাড়ি
কখনও সোজা, কখনও আবার উল্টো হয়েই ছুটছে গাড়ি।
ভোলবদলে চমকে গেল নেটপাড়া, ঘোড়ার গাড়ির চাকায় দিব্যি ছুটছে গাড়ি
গাড়িতে লাগানো হয়েছে ঘোড়ার গাড়ির চাকা। প্রথমে সোজা তারপর উল্টো গাড়ি চালিয়ে চমকে দিলেন এক ব্যক্তি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাবে কীভাবে একজন ব্যক্তি এসইউভি গাড়িতে একটি ১০ ফুটের চাকা লাগিয়ে চষে বেড়াচ্ছে। শুধু তাই নয়, উল্টো গাড়ি চালাতেও দেখিয়েছেন ওই ব্যক্তি। তার প্রতিভায় তাজ্জব নেটপাড়া।
সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির ডিজাইনেও এসেছে নজরকাড়া চমক। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মডিফাইড গাড়ির ভিডিও দেখে আপনি অবাক হবেন, যাতে একজন ব্যক্তিকে রাস্তার মাঝখানে গাড়ি চালাতে দেখা যায়। আশ্চর্যের বিষয় হল এই গাড়িটিতে লাগানো হয়েছে ঘোড়ার গাড়ির চাকা। একজন ব্যক্তিকে প্রথমে সোজা এবং পরে উল্টে গাড়ি চালাতে দেখা যায়।
Man puts 10ft buggy wheels on a Tesla and drives it upside down pic.twitter.com/Z8wxrQA6Dt
— Science (@ScienceGuys_) November 14, 2023
ভিডিওতে এই মডিফায়েড গাড়ি চালানো ব্যক্তির কীর্তি দেখে আপনিও অবাক হবেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি 2.4 মিলিয়ন মানুষ দেখেছেন, যখন 19 হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন।