New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/viral-759.jpg)
তিনি হয়ত ভেবেছিলেন, যদি নেকড়িটি তাঁকেই আক্রমণ করে বসে। কিন্তু নেকড়েটি তা করল না।
নিজের জীবনের বাজি রাখে হিংস্রপ্রাণীকে বাঁচাল এক ব্য়ক্তি! এমনই একটি ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। ওই ব্যক্তি নিজেই ওই মুহূর্তকে ক্যামেরা বন্দী করেছেন।
সেই ভিডিও শেয়ার করেছেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা। সেখানে দেখা যাচ্ছে, জঙ্গল সংলগ্ন এক এলাকায় একটি নেকড়ের সামনের দু’টি পা পাতা ফাঁদে আটকে যায়। সেখান থেকে নিজের চেষ্টায় মুক্ত হতে পারছিল না সে। এমন সময় এসে হাজির হয় ওই ব্যক্তি। তিনি একটি রড দিয়ে অনেক কষ্টে নেকড়ের পা থেকে সেই ফাঁদটি খুলে দেন।
নেকড়েটি প্রথমে খুব ভয় যায়। ব্যক্তিকে দেখে তাঁকে আঘাত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর কিছুটা শান্ত হয়ে যায় নেকড়েটি। পা থেকে ফাঁদটি খুলে দেওয়ার পরই দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। তিনি হয়ত ভেবেছিলেন, যদি নেকড়িটি তাঁকেই আক্রমণ করে বসে। কিন্তু নেকড়েটি তা করল না। ঘাড় ঘুরিয়ে উল্টো দিকে দৌড় দেয়।
“You have not lived your day until you have done something for someone who can never repay you”....
This man risked his own life to save the wolf. He put his phone down to record in case something happened to him & did what he could to save this wolf???? pic.twitter.com/Y8Dns99DmQ— Susanta Nanda IFS (@susantananda3) September 3, 2020