গর্তে আটকে কুকুরছানা, উদ্ধারে প্রাণপাত, চিনে নিন এই ‘রিয়েল হিরো’কে, মহানুভবতাকে কুর্নিশ

ভিডিওর শেষে কুকুরছানাকে গর্ত থেকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবহারকারীরা।

ভিডিওর শেষে কুকুরছানাকে গর্ত থেকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবহারকারীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video of Dog Rescue, Trending Video of Dog Rescue, Amazing Video of Dog Rescue, Shocking Video of Dog Rescue, latest tending Video of Dog Rescue, trending Video of Dog Rescue on twitter, trending Video of Dog Rescue on facebook, trending Video of Dog Rescue on instagram, trending Video of Dog Rescue on youtube, Dog Rescue Operation, Dog Rescued Using JCB,

গর্তে পড়ে যাওয়া কুকুরছানাকে উদ্ধারে প্রাণপাত করলেন এক ব্যক্তি... বুলডোজারে ব্যবহার করে উদ্ধার করা হল সেই কুকুরছানাকে। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যা দেখে ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ সকলেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে একজন ব্যক্তিকে জেসিবি-র সাহায্যে গভীর গর্তে পড়ে যাওয়া একটি কুকুরছানাকে উদ্ধার করতে দেখা যাচ্ছে।

Advertisment

আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভাইরাল ভিডিও দেখতে পাই যেগুলি মানুষের মন ছুঁয়ে যায়। তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গর্তে পড়ে থাকা কুকুরছানাকে উদ্ধারে প্রাণপাত করতে দেখা গেল এক ব্যক্তিকে। জেসিবি-র সাহায্যে গভীর গর্তে পড়ে যাওয়া একটি কুকুরছানাকে উদ্ধার করতে দেখা যাচ্ছে ভিডিওতে। যা দেখে ওই ব্যক্তির মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।

ভাইরাল হওয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি @TheFigen_ নামের একটি টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুরছানা গভীর গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। এমন সময় এক ব্যক্তি জেসিবির সাহায্যে তাকে গর্ত থেকে বের করে আনেন।

Advertisment

ভিডিওর শেষে কুকুরছানাকে জেসিবির মাধ্যমে দিয়ে গর্ত থেকে বেরিয়ে আসতে দেখা যায়। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবহারকারীরা। একই সময়ে, এই ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। খবর লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ১২.৮মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। একই সময়ে, ৬৩ হাজারেরও বেশি ব্যবহারকারী এটি পছন্দ করেছেন। ব্যবহারকারীরা ওই ব্যক্তিকে একজন বাস্তব জীবনের নায়ক বলে অভিহিত করছেন।

viral