কুকুর একতলায়, তার গলায় বাঁধা দড়ি হাতে মালকিন লিফটে করে উঠলেন ছয় তলায়, তারপর...

" আমি দেখলাম কুকুরটি বাইরে কিন্তু তার গলায় বাঁধা দড়িটি ভিতরে। তখন দৌড়ে গিয়ে খোলার চেষ্টা করি।"

" আমি দেখলাম কুকুরটি বাইরে কিন্তু তার গলায় বাঁধা দড়িটি ভিতরে। তখন দৌড়ে গিয়ে খোলার চেষ্টা করি।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রাণপনে চেষ্টা করেন গলার ফাঁস আলগা করার জন্য।

সম্প্রতি এক ব্যাক্তির প্রশংসায় মুগ্ধ নেট দুনিয়া। তার নাম জনি ম্যাথিস। তিনি কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ বাঁচান এক কুকুরের। যে ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisment

ঠিক কী ঘটেছিল?

কুকুরের গলায় কলারের সঙ্গে বাধা দড়ি রয়েছে মেয়েটির হাতে। লিফটে ওঠার সময় কুকুরটি বাইরে দাঁড়িয়ে পরে। এরই মাঝে দরজা বন্ধ হয়ে যায়। তখনও বাইরে কুকুরটি। অথচ তার গলার দড়ি লিফটের ভিতরে। লিফট উঠতে শুরু করে। ক্রমশ গলার বাঁধন চেপে বসতে থাকে কুকুরটির গলায়। ঠিক সে সময় সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন এক প্রত্যক্ষদর্শী। তিনি দৌড়ে এগিয়ে এসে কুকুরটিকে কোলে তুলে নেন। প্রাণপনে চেষ্টা করেন গলার ফাঁস আলগা করার জন্য। পাঁচ ছয় সেকেন্ডের মধ্যেই তিনি সফল হয়। প্রাণে বেঁচে যায় কুকুরটি।

Advertisment

দেখুন এই ঘটনার ভিডিও

জনি ম্যাথিস বলেন, " আমি দেখলাম কুকুরটি বাইরে কিন্তু তার গলায় বাঁধা দড়িটি ভিতরে। তখন দৌড়ে গিয়ে খোলার চেষ্টা করি।"

তিনি আরও বলেন, "শুধু আমার জন্যই কুকুরটিকে বাঁচানো সম্ভব হয়েছে এমনটি নয়, লিফটের ভিতর একজন ছিলেন, তিনি লিফট যাতে ওপরে না ওঠে তারজন্য জরুরি সুইচ অফ করে দেন"।

Read the full story in English 

viral