New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/viral-feature-9.jpg)
প্রাণপনে চেষ্টা করেন গলার ফাঁস আলগা করার জন্য।
" আমি দেখলাম কুকুরটি বাইরে কিন্তু তার গলায় বাঁধা দড়িটি ভিতরে। তখন দৌড়ে গিয়ে খোলার চেষ্টা করি।"
প্রাণপনে চেষ্টা করেন গলার ফাঁস আলগা করার জন্য।
সম্প্রতি এক ব্যাক্তির প্রশংসায় মুগ্ধ নেট দুনিয়া। তার নাম জনি ম্যাথিস। তিনি কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ বাঁচান এক কুকুরের। যে ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল সোশাল মিডিয়ায়।
ঠিক কী ঘটেছিল?
কুকুরের গলায় কলারের সঙ্গে বাধা দড়ি রয়েছে মেয়েটির হাতে। লিফটে ওঠার সময় কুকুরটি বাইরে দাঁড়িয়ে পরে। এরই মাঝে দরজা বন্ধ হয়ে যায়। তখনও বাইরে কুকুরটি। অথচ তার গলার দড়ি লিফটের ভিতরে। লিফট উঠতে শুরু করে। ক্রমশ গলার বাঁধন চেপে বসতে থাকে কুকুরটির গলায়। ঠিক সে সময় সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন এক প্রত্যক্ষদর্শী। তিনি দৌড়ে এগিয়ে এসে কুকুরটিকে কোলে তুলে নেন। প্রাণপনে চেষ্টা করেন গলার ফাঁস আলগা করার জন্য। পাঁচ ছয় সেকেন্ডের মধ্যেই তিনি সফল হয়। প্রাণে বেঁচে যায় কুকুরটি।
দেখুন এই ঘটনার ভিডিও
!!!! pic.twitter.com/OL5NL0ZBzb
— Johnny Mathis (@Johnnayyeee) December 10, 2019
Y’all I’m shaking!!! I just saved a dog on a leash that didn’t make it onto the elevator with the owner before the door closed! I just happened to turn around as the door closed and it started to lift off the ground I got the leash off in time????????
— Johnny Mathis (@Johnnayyeee) December 10, 2019
জনি ম্যাথিস বলেন, " আমি দেখলাম কুকুরটি বাইরে কিন্তু তার গলায় বাঁধা দড়িটি ভিতরে। তখন দৌড়ে গিয়ে খোলার চেষ্টা করি।"
She started screaming as soon as the door shut and was bawling her eyes out when it came back down, she thought the worst ???? poor things ????
— Johnny Mathis (@Johnnayyeee) December 10, 2019
Unfortunately this girl is getting backlash about all of this but the elevator was going to the 6th floor because there was a guy in the elevator already when I got off. I did what I had to do to help the pup. I’m thankful I was there at the right time to help.
— Johnny Mathis (@Johnnayyeee) December 12, 2019
This could have been a lot worse but thankfully I could help. I’m glad it ended the way it did, truly. All this attention wasn’t my intention but I hope awareness to situations like this are brought to everyone’s attention. It could happen to anyone. A second is all it takes.
— Johnny Mathis (@Johnnayyeee) December 12, 2019
তিনি আরও বলেন, "শুধু আমার জন্যই কুকুরটিকে বাঁচানো সম্ভব হয়েছে এমনটি নয়, লিফটের ভিতর একজন ছিলেন, তিনি লিফট যাতে ওপরে না ওঠে তারজন্য জরুরি সুইচ অফ করে দেন"।
Read the full story in English