scorecardresearch

রাজপথে গাড়ির ধাক্কা, অচেতন পথকুকুরকে উদ্ধারে প্রাণপাত, যুবকের মহানুভবতাকে কুর্নিশ!

ভাইরাল এই ভিডিওটি ‘কর্তব্য সোসাইটি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে।

dog,dog video,instagram,man saves dog"

গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথকুকুর। মূল্যবান সময় নষ্ট করেও নিজের দায়িত্বে পথকুকুরের সেবায় এগিয়ে আসেন এক যুবক। তার সেই মহানুভবতার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হতেই প্রশংসা’র ঝড়। যুবকের এই মহান কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা। ভাইরাল এই ক্লিপটিতে দেখা যাচ্ছে, এক যুবক ব্যস্ত রাস্তায় ‘অচেতন’ অবস্থায় পড়ে থাকা একটি আহত কুকুরকে উদ্ধার করেছেন।

ভাইরাল এই ভিডিওটি ‘কর্তব্য সোসাইটি’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। ক্লিপটিতে, দেখা যাচ্ছে রাস্তার ধারেই অচেতন অবস্থায় পড়ে আছে একটি কুকুর। এক যুবক এবং তার সঙ্গে থাকা বান্ধবী দুজনেই সেখানে থামলেন। একটি কুকুরটিকে অচেতন ভাবে পড়ে থাকতে দেখেই এগিয়ে আসেন তারা।

প্রথমে তারা ভাবে কুকুরটি মারা গিয়েছে। কাছে গিয়ে দেখতেই দেখেন দেহে তখনও প্রাণ রয়েছে কুকুরটির। তড়িঘড়ি কুকুরটিকে উদ্ধার করে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান দুজন। মাথায় গুরুতর চোট এবং রক্তক্ষরণের জেরে কাবু হয়ে গিয়েছিল কুকুরটি বলেই জানান পশু চিকিৎসক। যথাযথ চিকিৎসায় সাড়া দেয় কুকুরটি সেই সঙ্গে কুকুরটির প্রাণ রক্ষাও পায়।

ভিডিওটি অনলাইনে শেয়ার করার পর ১০ মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পুরুষ এবং মহিলার নিঃস্বার্থ কাজের প্রশংসা করেছেন এবং কমেন্ট বক্সে তাদের প্রতি মানুষজন ভালবাসা জানিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Man rescues injured dog lying unconscious on busy road thank you says internet